সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (ফেরিওয়ালা) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।

প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নিপেশ তালুকদারকে স্থানীয়রা বাবু নামে চিনতেন। তিনি (নিপেশ) প্রতিদিন বাইসাইকেলে করে বাজারে বাজারে পান, সুপারি, সিগারেট, কয়েল ইত্যাদি ফেরি করে বিক্রি করতেন। রোববারও সন্ধ্যায় একইভাবে বাইসাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মালপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় পীরের বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ আলীর চায়ের দোকানে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর আকুতি জানান। কিন্তু লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

খবর পেয়ে একদল পুলিশসহ রাত ১১টার দিকে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী হত্যার সত্যতা স্বীকার করে সমকালকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরাই তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে’

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের তফসিল প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি 

তিনি বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিপত্রগুলো প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দলই বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ করার সুযোগ না পায়। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আখতার আহমেদ জানান, গাজীপুর ও বাগেরহাট জেলার কিছু আসনের সীমানা নির্ধারণ সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া মাননীয় আদালতের আদেশ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। কাজ শেষ হলে বিষয়টি জানানো হবে।

রিটার্নিং অফিসার কারা হবেন এ তথ্য তফসিল ঘোষণার পরপরই পরিপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে তফসিল ঘোষণার আগে মন্তব্য করা সমীচীন নয়।

তিনি বলেন, “প্রশাসনিক রদবদল একটি চলমান প্রক্রিয়া। যেখানে যেটুকু প্রয়োজন হবে, নির্বাচন কমিশনের সম্মতি ও অনুমতি নিয়েই তা করা হবে। আগেভাগে কতজনকে বদলি করা হবে এ নিয়ে কোনো পূর্বধারণা করা ঠিক নয়।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ