তিন শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
Published: 21st, April 2025 GMT
চট্টগ্রামের বাকলিয়ায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগে গিয়াস উদ্দিনকে নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারগারে পাঠান। এর আগে, রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ রাতেই ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বাকলিয়া থানায় তদন্তাধীন।
পুলিশ জানায়, শিক্ষক গিয়াস উদ্দিন মানারুল কোরআন মাদ্রাসার শিক্ষক। বাকলিয়া থানাধীন ইসহাকেরপুল এলাকার মাদ্রাসাটির শয়নকক্ষে ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বলাৎকারের ঘটনা ঘটে। ইসহাকেরপুল ইউসুফের বাড়িতে বসবাস করতেন ওই শিক্ষক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পুকখালী এলাকায়। বলাৎকারের শিকার তিন শিশু মাদ্রাসাটির ছাত্র। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিং করেছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব কল য়
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’