মাসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশের নারীরা। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না দেশের ৮২ দশমিক ৬ শতাংশ কিশোরী ও নারী। তাঁদের অনেকেই এর সঠিক ব্যবহারবিধি সম্পর্কে সচেতন নন। এতে মাসিক স্বাস্থ্যের পাশাপাশি নারীদের প্রজননস্বাস্থ্যও রয়েছে হুমকির মুখে, যা ভবিষ্যতে ভয়ানক হয়ে উঠতে পারে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা এবং প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ’ শীর্ষক অনুষ্ঠানটি আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ তুলে ধরেন স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান জেসমিন জামান। তিনি বিভিন্ন জরিপ ও গবেষণার বরাত দিয়ে বলেন, দেশে মাত্র ১৭ দশমিক ৪ শতাংশ নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। সে হিসাবে ১০০ জনে প্রায় ৮৩ জন নারীই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, যা অত্যন্ত ভয়ানক।

জেসমিন জামান বলেন, মাসিকের সময় তুলা, ময়লা কাপড়, এমনকি রাসায়নিক সুগন্ধিযুক্ত নানা স্যানিটারি পণ্য ব্যবহারের কারণে ৯৭ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময় জীবাণু সংক্রমিত হন। অনেকের ক্যানসারও হয়।

জেসমিন জামান আরও বলেন, মাসিকের সময় গড়ে তিন দিন স্কুলে অনুপস্থিত থাকে প্রায় ৪০ শতাংশ স্কুলছাত্রী। পোশাকশিল্প খাতে কর্মরত প্রায় ৬০ লাখ নারীকর্মী মাসিকের কারণে গড়ে ছয় দিন কাজে অনুপস্থিত থাকেন।

মাসিকের কারণে এসব প্রতিবন্ধকতা দূর করতে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা। তাঁদের মতে, উচ্চমূল্যের কারণে অনেক নারী স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না। তাই নারীদের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম মৌলিক এই উপকরণটির দাম কমানো প্রয়োজন।

র‌্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী টানা হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স ক র সময় অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ