সরকারি চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপ-সহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার এবং ওই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনজনের কাছ থেকে ২৮ লাখ টাকা নেওয়ার অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাটের অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটক রাজিউন হক সাগরকে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হাবিবুল্লাহ বলেন, সেনাবাহিনী প্রতারণার অভিযোগে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। প্রতারণার মামলা দিয়ে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান

ফারহান আহমেদ জোভান

সম্পর্কিত নিবন্ধ