ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিভিন্ন ব্যানারে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে ভোলা–খেয়াঘাট সড়কে অবস্থান নিয়েছেন তাঁরা।

ভোলার বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বানে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুনভোলায় এলপিজি গ্যাসভর্তি গাড়ি আটকে ৫ দফা দাবিতে স্থানীয়দের বিক্ষোভ১৯ এপ্রিল ২০২৫

বক্তারা জানান, তিন বছর ধরে ভোলাবাসী বিভিন্ন ব্যানারে পাঁচটি দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, ভোলার গ্যাস দিয়ে জেলার কলকারখানা নির্মাণ, জেলার মানুষের ঘরেও গ্যাস সরবরাহ করতে হবে। এগুলোর কোনোটি না করে পানির দরে ইন্ট্রাকো কোম্পানিকে গ্যাস দেওয়া হচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের করা এ চুক্তি বাতিল করতে হবে। সেই সঙ্গে ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল গড়তে হবে। জেলার হাসপাতালগুলোয় ব্যাপক হারে চিকিৎসকের সংকট আছে। হাসপাতালে গেলে চিকিৎসক ঢাকা বা বরিশাল পাঠিয়ে দেন। সেখানে পৌঁছানোর আগেই রোগী মারা যাচ্ছে। এ কারণে ভোলা–বরিশাল সেতু দরকার। শিক্ষায় পিছিয়ে থাকা জেলাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রয়োজন।

আরও পড়ুনভোলায় আটকে রাখা ৮টি গ্যাসভর্তি গাড়ি ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা২১ এপ্রিল ২০২৫

এসব দাবিতে জেলার বাসিন্দারা আজ সকাল ১০টা থেকে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে জমায়েত হতে থাকেন। এ সময় তাঁরা ‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’, ‘ইন্ট্রাকোর সঙ্গে অসম চুক্তি বাতিল করো, করতে হবে’, ‘গ্যাস চোরের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দাবি মোদের একটাই, মেডিকেল কলেজ চাই’, ‘গ্যাস নিলে দিতে হবে, মেডিকেল কলেজ’, ‘গ্যাস নিলে দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, গ্যাস চোরের আস্তানা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা১৯ এপ্রিল ২০২৫

এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওবায়েদুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের নেতা মুসলিম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, ভোলা জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম প্রমুখ।

আরও পড়ুনভোলার গ্যাস নিজেরা ব্যবহার করতে চান ভোলাবাসী, পাঁচ দাবিতে বিক্ষোভ-সমাবেশ২০ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জলসীমানা প্রায় দেড়শো কিলোমিটার। ভারতীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ সীমানা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি তৎপরতা নেওয়া হচ্ছে। খবর আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, নদী ও বনভূমি এলাকায় সীমান্ত বরাবর বিএসএফ মোতায়েন আছে। ভাসমান বর্ডার আউটপোস্ট, বঙ্গোপসাগর অংশে কোস্ট গার্ডের নজরদারি চলছে। ড্রোন, সেন্সর ও ক্যামেরা, কিছু জায়গায় নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, পুলিশের তরফেও উপকূল এলাকায় দিনরাত নজরদারি চলছে।

উপকূল থানাগুলোর পক্ষ থেকে নদীপথে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। রাতেও উপকূলবর্তী এলাকাগুলিতে নজর রাখা হচ্ছে। নদীপথে কোনো জলযান দেখলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৎস্যজীবীদের পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে। নদী বা সমুদ্রে এখন মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা চলছে। মৎস্যজীবীদের জলযান চলাচল করার কথা নয়। তাই জলযান দেখলেই তল্লাশি চলছে। বাংলাদেশি জাহাজগুলোতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, আগেও উপকূলবর্তী এলাকায় পুলিশের নজরদারি চলত। এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে। দু’বেলা নদী ও স্থলপথে পুলিশের টহল বৃদ্ধি পেয়েছে। নাকা চেকিং হচ্ছে। চলছে তল্লাশিও।

উত্তর ২৪ পরগনাতেও উপকূল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বেড়েছে জল ও স্থলসীমান্তে। জল, ভূমি ও আকাশে অত্যাধুনিক ইজ়রাইল রাডারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

ইতোমধ্যে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতর জানিয়েছে, বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে সশস্ত্র সংগঠনগুলো। ফলে সুরক্ষা বাড়াতে বিএসএফের তৎপরতা শুরু হয়েছে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত ৯৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৫০ কিলোমিটার জলসীমান্ত। স্থলসীমান্ত ৪৪ কিলোমিটার। সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবনে হরিণ শিকারে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
  • ‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
  • কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে
  • সৌন্দর্যের সন্ধানে সুন্দরবনের গহীনে : দ্বিতীয় পর্ব
  • সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আটক
  • উপকূল রক্ষা বাঁধে ভয়াবহ ধস, প্লাবনের আশঙ্কা সুন্দরবন তীরবর্তী জনপদে