চলচ্চিত্রের স্বত্ব ফিরে পেতে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রযোজকদের আবেদন
Published: 23rd, April 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের পাঁচজন খ্যাতনামা প্রযোজক চলচ্চিত্রের স্বত্ব ফিরে পেতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা, প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং প্রয়াত চিত্রনায়ক মান্নার পক্ষে তার স্ত্রী শেলী মান্না। তাদের সঙ্গে রয়েছেন প্রযোজক নারগিস আক্তার ও মনতাজুর রহমান আকবর।
জানা গেছে, সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর সকল প্রযোজকের পক্ষ থেকে লিখিতভাবে আবেদনটি জমা দেওয়া হয়। আবেদনপত্রে কপিরাইট আইন ২০২৩-এর ১৭ ধারা (উপধারা ৩) ও ২১ ধারা উল্লেখ করে বলা হয়, অতীতে দেশের বিভিন্ন লেবেল প্রতিষ্ঠান নানা কৌশলে প্রযোজকদের কাছ থেকে চলচ্চিত্রের স্বত্ব লিখে নিয়েছে। বর্তমানে এসব লেবেল কোম্পানি চলচ্চিত্রগুলো নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করছে, অথচ প্রকৃত প্রযোজকরা রয়েছেন উপেক্ষিত ও ক্ষতিগ্রস্ত।
প্রযোজকদের দাবি, কপিরাইট অফিসে গিয়েও তারা ন্যায্য অধিকার পাননি। বরং বিগত সরকারের সময় তাদের বিপক্ষে সিদ্ধান্ত এসেছে বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন:
স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়নি অস্কারজয়ী অভিনেতার
ধানুশের শুটিং সেটে আগুন
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদন গ্রহণ করার পর পরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং কপিরাইট অফিসকে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানা গেছে।
আশা ব্যক্ত করে প্রযোজকরা জানান, বর্তমান সরকার চলচ্চিত্রের এই মেধাস্বত্ব সংকটের ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান দেবে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত