জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে- পাকিস্তানের সন্ত্রাসী গোষ্টী এই হামলা চালিয়েছে। এই ঘটনায় ভারতে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বন্ধ করেছে ভারত। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
ভারতে স্ট্রিমিংয়ের মাধ্যমে পিএসএল দেখাত ‘ফ্যানকোড’। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে আর পিএসএল বাকি অংশ দেখাবে না তারা। সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্যানকোড বিব্রত বলেও উল্লেখ করেছে।
সম্প্রচার বন্ধের ঘোষণায় পিসিবি এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি। তবে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই দেশের রাজনীতির সঙ্গে খেলাকে না মেলানোর পরামর্শও দেওয়া হযেছে।
ওদিকে বিসিসিআই জানিয়েছে, নিকট ভবিষ্যতে পাকিস্তানের বিপক্ষে ভারত কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ভারত ও পাকিস্তান অবশ্য ১৫ বছর আগে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অভিযোগে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত রেখেছে। তবে আইসিসির টুর্নামেন্টে খেলতে দেখা যায় তাদের।
বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমাদের অবস্থান। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলি না এবং খেলব না। কারণ এটা সরকারের নীতিগত অবস্থান।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল প ক স ত ন ক র ক ট দল প এসএল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫