কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
Published: 26th, April 2025 GMT
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকার ১৮০/২নং রেলওয়ে পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। হাফিজুল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন হাফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয় ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
মৃতের স্বজনরা আরো জানান, হাফিজুল জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন। স্থানীয় পোড়াদহ বাজারে তার দোকান রয়েছে। এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ৭ খুন: মামলার রায় দ্রুত কার্যকর চান স্বজনরা
মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ধরিয়ে দেন শাশুড়ি
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা-মেয়ে খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ধরিয়ে দিয়েছেন তার শাশুড়ি রুমা বেগম। এ তথ্য জানিয়েছেন দাদি শাশুড়ি জামেলা বেগম।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামের দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয় আয়েশার স্বামী রবিউল ইসলাম রাব্বিকেও।
আরো পড়ুন:
ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু
লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা
আরো পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে মুখ খুলছে আয়েশা
আয়শার দাদা শ্বশুর বাড়ির লোকজন জানান, ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসেন আয়শা ও তার স্বামী রাব্বি। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা নলছিটির কয়ারচর গ্রামে দাদা শ্বশুর রুস্তুম সিকদারের বাড়িতে আসেন। গ্রামের আত্মীয়-স্বজনরা প্রথমে তাদের চিনতে পারেননি।
পরিচয় দিলে দাদার ঘরে ওঠেন স্বামী-স্ত্রী। ঘণ্টাখানের মধ্যেই ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে।
স্বজনরা জানায়, আয়শার শাশুড়ি পুলিশকে জানায়, তার ছেলে ও পুত্রবধূ নলছিটিতে দাদা বাড়িতে আছেন। পুলিশ ওই তথ্য পেয়েই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন: চুরি করে ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী: পুলিশ
দাদি শাশুড়ি জামেলা বেগম বলেন, “শাশুড়ি রুমা বেগম পুলিশকে তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে ছেলে ও পুত্রবধূকে।”
নলছটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুজ্জামান বলেন, “আমাদের জনিয়ে ঢাকা থেকে টিম এসে অভিযান পরিচালনা করে। তারা আয়েশা এবং তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে।”
ঢাকার মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার ৯ জনের একটি টিম এ অভিযান চালায়।
গত সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামিকে শনাক্ত করে।
নিহত লায়লা আফরোজ ছিলেন গৃহিণী, তার মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরায় সানবীমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক।
ঢাকা/অলোক/মাসুদ