ভারত-পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের দিকে যাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
Published: 28th, April 2025 GMT
ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি “দায়িত্বশীল সমাধানের” দিকে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মূলত ওই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারের সঙ্গেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে এই পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান — দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।”
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে এখন পর্যন্ত পাকিস্তানকে সরাসরি কোনও সমালোচনা করেনি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, “যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়”। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরই পুনরাবৃত্তি।
পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যে ভারত বেশ কয়েকটি কূটনৈতিক কঠোর পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ