দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩০ এপ্রিল) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক‌্যালস পিএলসি।

শনিবার (৩ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মাসিউটিক‌্যালস পিএলসির গড়ে ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.

১৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৭ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৭ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৩.১৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২.৭৯ শতাংশ, শাহজিবাজার বাজারের ২.৫৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.১৯ শতাংশ, সিটি ব্যাংকের ২.০১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১.৯২ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার ১.৬৭ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল নদ ন র শ র ষ ড এসইর

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও কমেছে ০.৯৫ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ আগস্ট) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৯৫ শতাংশ।

শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল  ১০.৫১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১০ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৭ থেকে ৩১ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.২৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৮১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.১৫ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৯২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.১৭ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৪১ পয়েন্টে, আর্থিক খাতে ১২.০৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.২৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৯২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৫.০৭ পয়েন্টে, আইটি খাতে ১৬.০৩ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৭৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৮.৩৭ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৭৯ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ২২.৬২ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৫৩ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৯ পয়েন্টে, পাট খাতে ২৭.১২ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৬.৬৬ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে এসইএমএল ইক্যুইটি ফান্ড
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  • পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৮৪ কোটি টাকা
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি
  • ডিএসইর পিই রেশিও কমেছে ০.৯৫ শতাংশ