বন্দরে পঞ্চায়েত কমিটির সহ-সভাপতিকে হুমকি, থানায় অভিযোগ
Published: 3rd, May 2025 GMT
জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দরে বাড়ইপাড়া বাইতুল হাবিব জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আবুল বাশার (৫৮) কে প্রাননাশের হুমকিসহ সম্মানহানী ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার বাদী হয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় প্রতিপক্ষ মুকুল ও নাজমা বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে শনিবার (৩ মে) সকাল ১০টায় বন্দর থানার সালেহনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ১০৫ সালেহনগর রোড এলাকার মৃত গনি বেপারী ছেলে আবুল বাশার সাথে ৬৯ সালেহনগর রোড এলাকার মৃত আজিজ কেরানী ছেলে মুকুল ও তার বোন নাজমা বেগমের সাথে দীর্ঘ দিন যাবৎ পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগের বাদী পৈত্রিক সূত্রে পাওয়া ৬ শতাংশ ভরাট ও ৬ শতাংশ পুকুর রয়ে়ছে।কিন্তু বিবাদীরা দীর্ঘদিন যাবৎ কোনোরকম দলিলাদি ছাড়াই আবুল বাশারের মালিকানাধীন জায়গা তাদের বলে দাবি করে আসছে।
এই বিষয়ে একাধিকবার এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যদের উপস্থিতিতে মিমাংসা করা হলেও বিবাদীরা কোনোরকম মিমাংসা মানেনি।
এর জের ধরে শনিবার সকাল ১০টায় পঞ্চায়েত কমিটি সহ সভাপতি আবুল বাশার মিয়া উক্ত এলাকায় অপর একটি বিচার শালিস করার সময় উপরোক্ত বিবাদীগন গন্যমান্য ব্যাক্তিবর্গদের সামনে আবুল বাশারকে অকথ্য ভাষায় গালিগালি মারমুখী আচরনসহ মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করে ঘটনাস্থল ত্যাগ করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন