ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৪ মে) নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি।
এর আগে গত ৬ এপ্রিল লিটারে ২ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।
আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনঃনির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনঃনির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম স র জন য ৬৬ ট ক
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন