পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, বরং ‘গ্রীনওয়াশিং’ প্রবণতা বাড়ে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমি: সবুজ অর্থনীতিতে সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না; কৃষি, উৎপাদন ও টেক্সটাইলসহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার।

রিজওয়ানা হাসান বলেন, পোড়ানো ইটের বিকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হলেও, এটি এখনো কাঠামোগত পরিবর্তন অর্জন করেনি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তর শুধু প্রকল্প অনুমোদনের কাজ করছে—এ ধারণা বদলানো প্রয়োজন। উন্নয়ন যেন পরিবেশের বিরুদ্ধে না যায়, সে বিষয়ে নীতিগত সমন্বয় প্রয়োজন।

উপদেষ্টা বলেন, ভবনগুলোতে শুধু ‘সবুজ সনদ’ যথেষ্ট নয়, বরং দেখতে হবে—ওই ভবনগুলো নারীবান্ধব কিনা, শ্রমিকদের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে কিনা, পানি পুনঃব্যবহার ও টেকসই জ্বালানি ব্যবহৃত হচ্ছে কিনা। বিদ্যুৎ অপচয় রোধে সঠিক পরিকল্পনার প্রয়োজন। একদিকে আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই, অন্যদিকে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে বিদ্যুৎ অপচয় করি—এটি নীতির পাশাপাশি মূল্যবোধের বিষয়।

তিনি আশা প্রকাশ করেন- সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও এনজিও একযোগে কাজ করলে টেকসই পদ্ধতিগুলো নীতিমালায় প্রতিফলিত হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ উপদ ষ ট র জওয ন হ স ন পর ব শ ট কসই

এছাড়াও পড়ুন:

অপারেশন রুমকে কেন ‘অপারেশন থিয়েটার’ বলা হয়

‘থিয়েটার’ শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো 'দেখার জায়গা' বা প্রদর্শনের স্থান। তাহলে অপারেশন রুমকে  ‘অপারেশন থিয়েটার’ বলার কারণ কী হতে পারে? মূল কারণ জানতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে।  

ঊনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের শুরুর দিকে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিকাশ ঘটতে শুরু করে, তখন হাসপাতালগুলোতে অস্ত্রোপচারগুলো অনেকটা প্রদর্শনীর মতো করে করা হতো।

আরো পড়ুন:

মানুষের ‘দ্বিতীয় ঘুম’এর যুগ সম্পর্কে কতটা জানেন

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষানবিশ চিকিৎসক এবং নার্সদের অস্ত্রোপচার পদ্ধতি শেখানোর জন্য একটি উঁচু মঞ্চ বা খোলা জায়গায় (অ্যাম্ফিথিয়েটারের মতো) অপারেশন করা হতো। চারপাশে ধাপযুক্ত আসন বা গ্যালারি থাকত, যেখানে বসে শিক্ষার্থীরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করত। যেহেতু এই স্থানগুলিতে বসে অনেক দর্শক (শিক্ষার্থী) অস্ত্রোপচার দেখতেন, তাই একে ‘অপারেশন থিয়েটার’ বলা শুরু হয়। 

বর্তমানে অবশ্য অস্ত্রোপচার কক্ষগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রেখে তৈরি করা হয়। ফলে শুধুমাত্র মেডিকেল কর্মীরাই প্রবেশ করতে পারেন এবং আগের মতো জনসাধারণের দেখার সুযোগ নেই। তবে ঐতিহাসিকভাবে চলে আসা ‘অপারেশন থিয়েটার’ শব্দটিই এখনও প্রচলিত।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ