বাউবির বিএজিএড প্রোগ্রামের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ও ষষ্ঠ সিমেস্টার পরীক্ষা ২৩ মে শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ১৮ জুলাই। চতুর্থ সিমেস্টার পরীক্ষা ২৪ মে শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। গতকাল সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রুটিনে বলা হয়েছে, পরীক্ষার তত্ত্বীয় অংশ সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। ব্যবহারিক অংশ চলবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম দিন দ্বিতীয় সেমিস্টারের মাঠ ফসল উৎপাদনের কৌশল (তত্ত্বীয়), মাঠ ফসল উৎপাদনের কৌশল (ব্যবহারিক) ও ষষ্ঠ সিমেস্টারের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন চতুর্থ সিমেস্টারের কোনো পরীক্ষা নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম স ট র পর ক ষ পর ক ষ র

এছাড়াও পড়ুন:

রংপুরে টাউন হল মিটিং করেছে এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) রংপুরের একটি হোটেলে এ মিটিং হয। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

মিটিংয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাসসহ শাখা ও উপশাখার সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন বলেন, “উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্ষুদ্রঋণের প্রসারের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

এসময়, নিয়ন্ত্রক সংস্থার নিয়মনীতি মেনে স্বচ্ছভাবে ঋণ প্রদান ও ঋণ আদায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও গুণগত সম্পদ বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”
তিনি উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়ানো, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ