২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষে পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন পাঁচে।

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন মিরাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লাহোরে সকালে বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল।

এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। এরপরই এই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার রাতে  মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দ্য হিন্দু জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ