ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে খুলনা পাওয়ার
Published: 10th, May 2025 GMT
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১০ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম কমেছে ১৩.
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
আগের দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ারের ১৩.৫০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১২.৬৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১১.৩৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ১১.২৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১০.৯৬ শতাংশ, ন্যাশনাল টির ১০.৬৭ শতাংশ, দুলামিয়া কটনের ১০.৫৫ শতাংশ এবং এসকে ট্রিমসের ১০.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ত হ ক দ ম কম র
এছাড়াও পড়ুন:
মার্জিন ঋণ নিয়ে গুজব, পুঁজিবাজারে ধারাবাহিক পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে।
এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন গুজব ছড়িয়ে পড়েছে। চার দিন পুঁজিবাজারে দর পতনে এই গুজবের বড় ভূমিকা রয়েছে।
আরো পড়ুন:
এসেনসিয়াল ড্রাগসকে আনতে সক্রিয় ডিএসই, মন্ত্রণালয়ে চিঠি
কারণ ছাড়াই বাড়ছে রহিমা ফুডের শেয়ারদর
বাজারে গুজব ছড়িয়ে দিয়েছে, মার্জিন ঋণের নতুন নীতিমালা হয়েছে। সেখানে একটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বিবেচনায় নিয়ে ঋণের হার নির্ধারণ করা হয়েছে।
মার্জিন ঋণ সংক্রান্ত গুজব বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাড়াচ্ছে উদ্বেগ। তাতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, তারা মার্জিন ঋণের নতুন নীতিমালা তৈরি করেনি। আর ইপিএস ও এনএভির সঙ্গে সামঞ্জস্য রেখে মার্জিন ঋণের হার নির্ধারণ করার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.৭২ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৫টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত আছে ৬০টির।
এদিন ডিএসইতে মোট ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৬৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৯৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.১৪ পয়েন্ট কমে ৯৪৩.৩৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬২.৮২ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।
সিএসইতে ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল