ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক রইচ উদ্দিন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে সদরপুরের পার্শ্ববর্তী চরভদ্রাসন থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। রইচ উদ্দিন ওই বিদ্যালয়ের খণ্ডকালীন গণিত ও বিজ্ঞানের শিক্ষক।

স্থানীয়রা জানান, শিক্ষক রইচ উদ্দিন গত ২৯ এপ্রিল ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি গত ৮ মে জানাজানি হলে স্থানীয় ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্রুত অপসারণসহ শাস্তির দাবি জানান। ওইদিন সদরপুর থানায় রইচ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী। খবর পেয়ে গা-ঢাকা দেন ওই শিক্ষক। পরে শুক্রবার রাতে রইচ উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, রইচ উদ্দিনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সদরপ র সদরপ র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে থানার অদূরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে লালদীঘি মাঠের পাশে এ ঘটনা ঘটে। এ এলাকা থেকে নগর পুলিশের কোতোয়ালি থানার দূরত্ব ৩০০ গজের মতো। এর বিপরীতে আদালত ভবন, জেলা ও বিভাগীয় প্রশাসনের কার্যালয় এবং জেলা পরিষদের ভবন অবস্থিত।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, লালদীঘি ময়দানের সামনে ছিনতাইকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে। দায়িত্বরত টহল পুলিশের সদস্যরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা প্রথম আলোকে বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। নিহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া কোতোয়ালি থানার কনস্টেবল মাহমুদ হোসেন বলেন, ‘টহল দেওয়ার সময় তাঁকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সম্পর্কিত নিবন্ধ