স্কুলছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
Published: 10th, May 2025 GMT
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক রইচ উদ্দিন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সদরপুরের পার্শ্ববর্তী চরভদ্রাসন থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। রইচ উদ্দিন ওই বিদ্যালয়ের খণ্ডকালীন গণিত ও বিজ্ঞানের শিক্ষক।
স্থানীয়রা জানান, শিক্ষক রইচ উদ্দিন গত ২৯ এপ্রিল ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি গত ৮ মে জানাজানি হলে স্থানীয় ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্রুত অপসারণসহ শাস্তির দাবি জানান। ওইদিন সদরপুর থানায় রইচ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী। খবর পেয়ে গা-ঢাকা দেন ওই শিক্ষক। পরে শুক্রবার রাতে রইচ উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, রইচ উদ্দিনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় সন্ত্রাসীর গুলিতে কৃষক নিহত
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় রফিকুল ইসলাম রফি (৪০) নামে কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে তাকে গুলি করা হয়।
নিহত রফিকুল পচাভিটা গ্রামের মত আলী মোল্লার ছেলে। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রফিকুলের বুকে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে মারা যায়। আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
ওসি আরো বলেন, ‘‘কে বা কারা গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনে আওতায় আনা হবে।’’
পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল ক্ষেতে কাজ শেষে সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তারা কয়েক রাউন্ড এলোপাথাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তিনজন এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। রফিকুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারো সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল