ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক রইচ উদ্দিন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে সদরপুরের পার্শ্ববর্তী চরভদ্রাসন থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। রইচ উদ্দিন ওই বিদ্যালয়ের খণ্ডকালীন গণিত ও বিজ্ঞানের শিক্ষক।

স্থানীয়রা জানান, শিক্ষক রইচ উদ্দিন গত ২৯ এপ্রিল ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি গত ৮ মে জানাজানি হলে স্থানীয় ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্রুত অপসারণসহ শাস্তির দাবি জানান। ওইদিন সদরপুর থানায় রইচ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী। খবর পেয়ে গা-ঢাকা দেন ওই শিক্ষক। পরে শুক্রবার রাতে রইচ উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, রইচ উদ্দিনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সদরপ র সদরপ র

এছাড়াও পড়ুন:

স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের

বল হাতে উইকেট নিলেন ৬টি। এরপর ব্যাট হাতে করলেন ৭৭ রান। মানে এক মিচেল স্টার্ক নামের প্রশ্নের জবাব নেই ইংল্যান্ডের কাছে!

ব্রিসবেনে আজ তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে ৫১১ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। তাতে আজ দুই সেশন মিলিয়ে স্টার্কের ১৪১ বলে ৭৭ রানের অবদান অনেক। প্রথম ইনিংসেই ১৭৭ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

লিড বড় হলেও আশায় বুক বাধতে পারে ইংল্যান্ড। কারণ এর চেয়ে বেশি রানে পিছিয়ে থেকেও দুবার অ্যাশেজে টেস্ট জিতেছে ইংল্যান্ড। তা অবশ্য অনেক অনেক বছর আগের কথা। একটি ১৮৯৪ সালে, অন্যটি ১৯৮১ সালে।

আজ দ্বিতীয় সেশনে ১৮.৩ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। এ সময়ে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। এরপর ইংল্যান্ড ব্যাটিং করেছে ৬ ওভার। রান তুলেছে বিনা উইকেটে ৪৫। এখনো পিছিয়ে ১৩২ রানে।

আজ নিজেদের প্রথম ইনিংসে নবম উইকেট জুটিতে ২৭.২ ওভার ব্যাটিং করেছেন স্টার্ক ও বোল্যান্ড। ব্রাইডন কার্সের বলে স্টার্ক আউট হলে এই জুটি ভাঙে।  সিরিজে এখন পর্যন্ত এর চেয়ে বেশি ওভার কোনো জুটিই ব্যাটিং করতে পারেননি। বোল্যান্ড ৭২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। শেষ ব্যাটসম্যান ব্রেন্ডন ডগেট করেন ১৩ রান।  

২৭.২ ওভার ব্যাটিং করেছেন স্টার্ক ও বোল্যান্ড

সম্পর্কিত নিবন্ধ