ট্রাক উল্টে যান চলাচল বন্ধ চালক-যাত্রীদের দুর্ভোগ
Published: 11th, May 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট-খাগড়াছড়ি সড়কে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের দুই দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এদিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য উল্টে যাওয়া ট্রাকের পাশ দিয়ে পাহাড় কেটে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে পুলিশ। পরে সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় বাসিন্দা হরি ত্রিপুরা জানান, দুপুরের দিকে বারইয়ারহাট-করেরহাট-খাগড়াছড়ি সড়ক ধরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। কিন্তু করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাঁড়া সড়ক দিয়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি দুই লেনের সড়কে আড়াআড়িভাবে উল্টে যাওয়ায় সড়কের উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র গরমের মধ্যে আটকে যাত্রীবাহী বাসের যাত্রী ও মালবাহী ট্রাকের চালকরা ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ছোট যানবাহন চলাচলের জন্য দুর্ঘটনাকবলিত ট্রাকের পাশে এক্সক্যাভেটর দিয়ে পাহাড় কেটে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে।
ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ জানান, এ ঘটনায় সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও বিকল্প সড়ক তৈরি করে ছোট আকারের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।