ট্রাক উল্টে যান চলাচল বন্ধ চালক-যাত্রীদের দুর্ভোগ
Published: 11th, May 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট-খাগড়াছড়ি সড়কে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের দুই দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এদিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য উল্টে যাওয়া ট্রাকের পাশ দিয়ে পাহাড় কেটে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে পুলিশ। পরে সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় বাসিন্দা হরি ত্রিপুরা জানান, দুপুরের দিকে বারইয়ারহাট-করেরহাট-খাগড়াছড়ি সড়ক ধরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। কিন্তু করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাঁড়া সড়ক দিয়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি দুই লেনের সড়কে আড়াআড়িভাবে উল্টে যাওয়ায় সড়কের উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র গরমের মধ্যে আটকে যাত্রীবাহী বাসের যাত্রী ও মালবাহী ট্রাকের চালকরা ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ছোট যানবাহন চলাচলের জন্য দুর্ঘটনাকবলিত ট্রাকের পাশে এক্সক্যাভেটর দিয়ে পাহাড় কেটে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে।
ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ জানান, এ ঘটনায় সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও বিকল্প সড়ক তৈরি করে ছোট আকারের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বন্ধ থাকা ৩২ এয়ারপোর্ট খুলে দিল ভারত
ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে আকাশসীমা নিয়ে বিধিনিষেদের কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা খুলে দেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে।
তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।
কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে প্রথমে ২৪টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। একদিন পর ৩২টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করে বিমানকর্মীদের কাছে নোটিশ জারি করা হয়েছিল।