উৎসব-আনন্দের মধ্য দিয়ে মাদারীপুরে সমকাল সুহৃদ সমাবেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মতবিনিময়সহ বিভিন্ন আয়োজনে মুখর হয়ে ওঠে মাদারীপুর পৌর হলরুম। ২৩ মে পড়ন্ত বিকেলে সুহৃদ, শিক্ষার্থী এবং অতিথিদের মিলনমেলায় পরিণত হয় মাদারীপুর পৌরসভা প্রাঙ্গণ। তিন পর্বে সাজানো অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন– ইয়াকুব খান শিশির, সমীর গোলদার, মঞ্জুরুল আলম শরীফ, সাইদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং ফরিদ উদ্দীন মুপ্তি। কার্যনির্বাহী সদস্যরা হলেন– সভাপতি আসাদুজ্জামান সবুজ, সহসভাপতি পংকজ মণ্ডল, সহসভাপতি মজিবুর রহমান, সহসভাপতি অঞ্জন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নাইমুল ইসলাম শাহীন, সহ-অর্থ সম্পাদক মো. মুসা, দপ্তর সম্পাদক মাহবুব আলম তুহিন, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ আকন, সাহিত্য সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাহিত্য সম্পাদক তাহমিদ ইসলাম ইমরান, সাংস্কৃতিক সম্পাদক মিলন সরদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হীয়া কীর্তনিয়া, ক্রীড়া সম্পাদক মো. রুবেল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুহুল আমীন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রিফাত, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা শারমিন রিক্তা, সহ-নারীবিষয়ক সম্পাদক রামিসা আনজুম, পাঠচক্র সম্পাদক ইস্রাফিল বেপারী, সহ-পাঠচক্র সম্পাদক জিহাদ হোসেন। সদস্য– স্বপন হোসেন, ফারদি রহমান, টুটুল আহম্মেদ, আহনাফ আলি ওয়াসি, নাজমুল হক, ফরহাদ মুন্সী, আশরাফুল ইসলাম ও মারুফ আহমেদ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে সরকারি কলেজের শিক্ষার্থী তাহমিদ ইসলাম ইমরান, দ্বিতীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানসুরা হাসান দ্বোহা এবং তৃতীয় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বিরা আক্তার সাওদা।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম সমকাল শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মেধা ও মননের উন্নয়নে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সচেতনতামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে সচেতনতা বাড়াচ্ছে। আমরা জানি মেধা বিকাশে সাংগঠনিক চর্চা জরুরি, তাই ভালো কাজের এ যাত্রায় আমি সুহৃদদের সার্বিক সমৃদ্ধি কামনা করছি।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, মাদারীপুর
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ আস দ জ জ ম ন ল ইসল ম অন ষ ঠ গঠন ক সদস য
এছাড়াও পড়ুন:
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দেড় শ বছর উদ্যাপনের থিম লোগো উন্মোচন, বৃক্ষরোপণসহ উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলার এই প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন এই বিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। এ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে থাকা স্কুলবাগানে দুটি বৃক্ষ রোপণ করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। পর্যায়ক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে দেড় শ বছর উদ্যাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রক্তাক্ত জুলাই স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে ‘সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে দেড় শ বছর উদ্যাপনের থিম লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা খালেদ হোসেন, আবেশের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদুল হক ও সভাপতি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান মোল্লা, সহসভাপতি মো. ইমাম শাহীন ও খায়রুল ইমাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।