উৎসব-আনন্দের মধ্য দিয়ে মাদারীপুরে সমকাল সুহৃদ সমাবেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মতবিনিময়সহ বিভিন্ন আয়োজনে মুখর হয়ে ওঠে মাদারীপুর পৌর হলরুম। ২৩ মে পড়ন্ত বিকেলে সুহৃদ, শিক্ষার্থী এবং অতিথিদের মিলনমেলায় পরিণত হয় মাদারীপুর পৌরসভা প্রাঙ্গণ। তিন পর্বে সাজানো অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  
সংগঠনের সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.

জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সুহৃদ সম্পাদক মো. আসাদুজ্জামান। সম্মেলনে আসাদুজ্জামান সবুজকে সভাপতি ও সোহেল গাজীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন– ইয়াকুব খান শিশির, সমীর গোলদার, মঞ্জুরুল আলম শরীফ, সাইদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং ফরিদ উদ্দীন মুপ্তি। কার্যনির্বাহী সদস্যরা হলেন– সভাপতি আসাদুজ্জামান সবুজ, সহসভাপতি পংকজ মণ্ডল, সহসভাপতি মজিবুর রহমান, সহসভাপতি অঞ্জন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নাইমুল ইসলাম শাহীন, সহ-অর্থ সম্পাদক মো. মুসা, দপ্তর সম্পাদক মাহবুব আলম তুহিন, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ আকন, সাহিত্য সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাহিত্য সম্পাদক তাহমিদ ইসলাম ইমরান, সাংস্কৃতিক সম্পাদক মিলন সরদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হীয়া কীর্তনিয়া, ক্রীড়া সম্পাদক মো. রুবেল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুহুল আমীন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রিফাত, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা শারমিন রিক্তা, সহ-নারীবিষয়ক সম্পাদক রামিসা আনজুম, পাঠচক্র সম্পাদক ইস্রাফিল বেপারী, সহ-পাঠচক্র সম্পাদক জিহাদ হোসেন। সদস্য– স্বপন হোসেন, ফারদি রহমান, টুটুল আহম্মেদ, আহনাফ আলি ওয়াসি, নাজমুল হক, ফরহাদ মুন্সী, আশরাফুল ইসলাম ও মারুফ আহমেদ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে সরকারি কলেজের শিক্ষার্থী তাহমিদ ইসলাম ইমরান, দ্বিতীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানসুরা হাসান দ্বোহা এবং তৃতীয় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বিরা আক্তার সাওদা। 
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম সমকাল শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মেধা ও মননের উন্নয়নে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সচেতনতামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে সচেতনতা বাড়াচ্ছে। আমরা জানি মেধা বিকাশে সাংগঠনিক চর্চা জরুরি, তাই ভালো কাজের এ যাত্রায় আমি সুহৃদদের সার্বিক সমৃদ্ধি কামনা করছি।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, মাদারীপুর

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ আস দ জ জ ম ন ল ইসল ম অন ষ ঠ গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।

গতকাল রোববার রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়।

সাদমান আবদুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হল সংসদের নির্বাচিত জিএস। আর মাহতাপ ইসলাম ডাকসু নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেন।

কমিটিতে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক’ ও ‘রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক’ নামে দুটি পদ সৃষ্টি করেছে সংগঠনটি। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি রাশেদ খান আদিব, সহসভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র, সহদপ্তর সম্পাদক আবদুল্লাহ নোমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মাহিন।

এ ছাড়া সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক কৌফিক আদির, আইনবিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান, ছাত্রীবিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে আছেন মুরাদ হাসান।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা