উৎসব-আনন্দের মধ্য দিয়ে মাদারীপুরে সমকাল সুহৃদ সমাবেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মতবিনিময়সহ বিভিন্ন আয়োজনে মুখর হয়ে ওঠে মাদারীপুর পৌর হলরুম। ২৩ মে পড়ন্ত বিকেলে সুহৃদ, শিক্ষার্থী এবং অতিথিদের মিলনমেলায় পরিণত হয় মাদারীপুর পৌরসভা প্রাঙ্গণ। তিন পর্বে সাজানো অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  
সংগঠনের সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.

জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সুহৃদ সম্পাদক মো. আসাদুজ্জামান। সম্মেলনে আসাদুজ্জামান সবুজকে সভাপতি ও সোহেল গাজীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন– ইয়াকুব খান শিশির, সমীর গোলদার, মঞ্জুরুল আলম শরীফ, সাইদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং ফরিদ উদ্দীন মুপ্তি। কার্যনির্বাহী সদস্যরা হলেন– সভাপতি আসাদুজ্জামান সবুজ, সহসভাপতি পংকজ মণ্ডল, সহসভাপতি মজিবুর রহমান, সহসভাপতি অঞ্জন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নাইমুল ইসলাম শাহীন, সহ-অর্থ সম্পাদক মো. মুসা, দপ্তর সম্পাদক মাহবুব আলম তুহিন, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ আকন, সাহিত্য সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাহিত্য সম্পাদক তাহমিদ ইসলাম ইমরান, সাংস্কৃতিক সম্পাদক মিলন সরদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হীয়া কীর্তনিয়া, ক্রীড়া সম্পাদক মো. রুবেল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুহুল আমীন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রিফাত, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা শারমিন রিক্তা, সহ-নারীবিষয়ক সম্পাদক রামিসা আনজুম, পাঠচক্র সম্পাদক ইস্রাফিল বেপারী, সহ-পাঠচক্র সম্পাদক জিহাদ হোসেন। সদস্য– স্বপন হোসেন, ফারদি রহমান, টুটুল আহম্মেদ, আহনাফ আলি ওয়াসি, নাজমুল হক, ফরহাদ মুন্সী, আশরাফুল ইসলাম ও মারুফ আহমেদ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে সরকারি কলেজের শিক্ষার্থী তাহমিদ ইসলাম ইমরান, দ্বিতীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানসুরা হাসান দ্বোহা এবং তৃতীয় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বিরা আক্তার সাওদা। 
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম সমকাল শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মেধা ও মননের উন্নয়নে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সচেতনতামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে সচেতনতা বাড়াচ্ছে। আমরা জানি মেধা বিকাশে সাংগঠনিক চর্চা জরুরি, তাই ভালো কাজের এ যাত্রায় আমি সুহৃদদের সার্বিক সমৃদ্ধি কামনা করছি।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, মাদারীপুর

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ আস দ জ জ ম ন ল ইসল ম অন ষ ঠ গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

আঞ্চলিক সমিতির কমিটি নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সমিতির কমিটিতে পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন তপোবন আবাসিক এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সহসভাপতি শাকিল হাওলাদার, একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোবাশ্বির হাসান এবং গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহান শাহ। শাকিল ও মোবাশ্বির সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোহান কোথায় চিকিৎসা নিয়েছেন, তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে সুনামগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতির পদ পান সোহান শাহ। এ নিয়ে মোবাশ্বির হাসানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহান ও তাঁর দুই ব্যাচমেট এবং মোবাশ্বিরের বিভাগের কয়েকজন জুনিয়রের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে সোহান শাহ প্রথম আলোকে বলেন, ‘কমিটি গঠন নিয়ে মোবাশ্বিরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমি বলি, ছাত্রলীগের সক্রিয় কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। এ নিয়ে হাতাহাতি হয়। পরে মোবাশ্বির ২০-২৫ জনকে নিয়ে আমার ওপর হামলা করে।’

অন্যদিকে মোবাশ্বির হাসান বলেন, ‘দুপুরে কমিটি ঘোষণার পর সোহান আমার রুমে এসে তর্কে জড়ায়। কেন তাকে সভাপতি করা হয়নি, এ নিয়ে একপর্যায়ে সে আমাকে মারতে থাকে। তখন আমার জুনিয়ররা এসে আমাকে রক্ষা করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা হাসপাতালে নিয়ে যান।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বেলাল শিকদার বলেন, ‘আমি আহতদের সঙ্গে হাসপাতালে ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবে।’

এদিকে ঘটনার পর জালালাবাদ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাল থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
  • আঞ্চলিক সমিতির কমিটি নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩
  • বগুড়ায় সাংগঠনিক সভা
  • হেফাজতের আলটিমেটামের পরদিন সেই কলেজশিক্ষককে নরসিংদী থেকে সাতক্ষীরায় বদলি
  • বিএনপি অফিসে টেবিলে পা তুলে আ’লীগ কর্মীর ধূমপান, ভাইরাল