মঞ্চে লোপেজ–ঝড়, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে আরও যা হলো
Published: 27th, May 2025 GMT
‘এটা একেবারেই অবিশ্বাস্য। আমি বাক্রুদ্ধ। আজকের অনুষ্ঠানে নিজে যদি উপস্থিত থাকতে পারতাম!’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বিলি আইলিশ। ২৩ বছর বয়সী গায়িকা যখন ইউরোপ সফরে, তখন আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তখন বসেছে ৫১তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই আসরের সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছেন বিলি। একেই বোধ হয় বলে, না থেকেও সব নিয়ে যাওয়া।
টেলর সুইফট, কেন্ড্রিক লামার, মরগান ওয়ালেন, সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোনদের হারিয়ে দর্শক-শ্রোতাদের ভোটে বিলি জিতেছেন আর্টিস্ট অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, ফেবারিট ট্যুরিং আর্টিস্টসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার। গায়িকার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ বাজারে আসে গত বছরের ১৭ মে।
বিলি আইলিশ জিতেছেন সাত পুরস্কার। রয়টার্স ফাইল ছবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টালিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার টালিউডে হাজির হচ্ছেন প্রথম সিনেমা নিয়ে। অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২২ সালে, তবে নানা কারণে তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার অভিনেতা আবির চ্যাটার্জি, আর নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যে তার শিকড় খুঁজতে কলকাতায় আসে।
নওশাবা বলেন, “সিনেমায় আমি আর আবির দুজনেই ফেলুদাভক্ত। গল্পের প্রতিটি পরতে পরতে আছে ফেলুদা ও সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা, যদিও এটি সরাসরি গোয়েন্দা কাহিনি নয়।”
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, “সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে সুযোগ পাই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে—স্বপ্ন সত্যি হচ্ছে।”
সব ঠিক থাকলে মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে নওশাবার। এটি তার জন্য শুধু একটি সিনেমা নয়, বরং টালিউডে নতুন এক অধ্যায়ের শুরু।
ঢাকা/রাহাত//