প্রথম আলোর খবরে মানুষ আস্থা রাখেন
Published: 6th, December 2025 GMT
বস্তুনিষ্ঠ খবর পেতে প্রথম আলোর ওপর ভরসা রাখেন পাঠকেরা। শত প্রতিকূলতার মুখেও সত্য প্রকাশে কখনো পিছপা হয়নি পত্রিকাটি। ২৭ বছরের যাত্রায় বিভিন্ন প্রতিকূলতা সামলে নিজের অবস্থান ধরে রেখেছে প্রথম আলো। এ জন্য প্রথম আলোর খবরে মানুষ আস্থা রাখে। বিপুল পরিমাণ পাঠক প্রতিনিয়ত পত্রিকাটির শক্তি জোগাচ্ছেন।
শনিবার গাজীপুরে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে কুষ্টিয়া ও পাবনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
গাজীপুর
বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানার সঞ্চালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। এরপর প্রথম আলোর বৈশ্বিক দুটি পুরস্কার নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ধান গবেষণা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনমিতা রানী।
সুধী সমাবেশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর বলেন, ‘প্রথম আলো অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে একটি সামাজিক সচেতনতা গড়ে তুলেছিল, একইভাবে পরিবেশদূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবে। তারা এই কার্যক্রম হাতে নিলে পরিবেশ আরও সুন্দর হবে বলে বিশ্বাস করি।’
একই কলেজের সহযোগী অধ্যাপক আক্তার জাহান বলেন, ‘সত্য সব সময় সংখ্যালঘু। কিন্তু তাকে এগিয়ে নিয়ে যেতে প্রথম আলোকে শক্তি জোগাতে হবে। প্রথম আলো সবার জন্য উপযোগী একটি পত্রিকা। প্রথম আলো পারিজাত পাপড়ি ছড়ানো পথে এত দূর আসেনি, তাকে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। আমার প্রত্যাশা, প্রথম আলোর যাত্রা হবে সেই পথে, যে পথে সত্য চলে গেছে। নিরপেক্ষ থাকতে বলব না, আমি বলব ভালোর পথে থাকতে, ন্যায়ের পক্ষে থাকতে, সত্যের পথে থাকতে।’
গাজীপুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সুধী সমাবেশ। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি বলেন, “বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।”
আরো পড়ুন:
খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন
বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।” খবর বাসসের।
ঢাকা/এসবি