এশিয়ার পাঁচটি দেশে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে সহায়তা করার জন্য উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবকরা লড়াই করে যাচ্ছেন। শনিবার ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১ হাজার ৭৫০ জন ছাড়িয়ে গেছে।

আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপ থেকে শনিবারের সর্বশেষ তথ্য অনুসারে, ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৯০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৪১০ জন এখনো নিখোঁজ রয়েছে। এই অঞ্চলে আট লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শ্রীলঙ্কায় সরকার ৬০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বন্যা ও ভূমিধসের কারণে আরো ২১৪ জন নিখোঁজ রয়েছে। সেই হিসেবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় থাইল্যান্ডেও কমপক্ষে ২৭৬ জনের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এছাড়া মালয়েশিয়ায় দুজন এবং ভিয়েতনামে দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, আচেহ প্রদেশে শনিবার পর্যন্ত ‘খুব ভারী বৃষ্টিপাত’ হতে পারে, উত্তর ও পশ্চিম সুমাত্রাও ঝুঁকির মধ্যে রয়েছে।

আচেহের গভর্নর মুজাকির মানাফ জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো এখনো ‘কোমর-গভীর’ কাদায় মৃতদেহ অনুসন্ধান করছে। দুর্ভিক্ষ এখন প্রত্যন্ত ও দুর্গম গ্রামগুলোতে সবচেয়ে গুরুতর হুমকি হয়ে উঠছে এখন।

তিনি বলেন, “অনেক মানুষের মৌলিক জিনিসপত্র প্রয়োজন। আচেহের প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকায় এখনো যাওয়া সম্ভব হয়নি উদ্ধারকারীদের।”

শ্রীলঙ্কায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে নতুন ভূমিধসের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ৭১ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় পাঁচ হাজার বাড়ি গত সপ্তাহের বন্যা ও ভূমিধসে ধ্বংস হয়ে গেছে। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন র ম ত য ও ভ ম ধস

এছাড়াও পড়ুন:

চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, জেনে নিন আবেদনে যোগ্যতা

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে দ্বিতীয়বারের মতো স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ জানুয়ারি সকালে বহুনির্বাচনী পরীক্ষা হবে। একই দিন বেলা পৌনে একটা থেকে অঙ্কন অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সব কটি বিশ্ববিদ্যালয়েই কাছাকাছি সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রস্তুতি ভালো। আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে তাঁদের পরীক্ষাটা দিতে পারবে।’

আবেদনের যোগ্যতা

চুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। প্রার্থীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেতে হবে।

ইংরেজি ভার্সন, বিদেশি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও যোগ্যতা একই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ পেতে হবে।

যেভাবে হবে বাছাই

গত বছরের মতো এ বছরও ১২টি বিভাগে ৯৩১টি আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন ১৬ হাজার শিক্ষার্থী। নির্দিষ্ট সময়ে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ফলাফলে এগিয়ে থাকবেন, তাঁরাই সুযোগ পাবেন। যদি একই ফলাফলের একাধিক শিক্ষার্থী থাকেন, তাহলে যে শিক্ষার্থী পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে নম্বর বেশি পাবেন, তাঁকে প্রাধান্য দেওয়া হবে।

গত বছরের মতো এবারও দুটি গ্রুপে পরীক্ষা হবে। একটি গ্রুপে রয়েছে প্রকৌশলের সব বিভাগ আর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। আরেকটি গ্রুপে এসব বিভাগের পাশাপাশি স্থাপত্য বিভাগ রয়েছে। প্রথম গ্রুপে আবেদন করতে ১ হাজার ২০০ ও দ্বিতীয় গ্রুপে আবেদন করতে ১ হাজার ৪০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ে যেসব শিক্ষার্থী বাদ পরবেন, তাঁদের আবেদন ফি ফেরত দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে। শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আগামী ১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। এরপর ৬ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১২ জানুয়ারি। ৩১ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুক হামলা, নিহত ১১
  • চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, জেনে নিন আবেদনে যোগ্যতা