সুনামগঞ্জে জামায়াতের দুই প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
Published: 22nd, November 2025 GMT
সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যায়ের মাঠ থেকে শোভাযাত্রা নিয়ে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকায় যান। গণসংযোগ করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) দলের প্রার্থী মো.
মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে তোফায়েল আহমদ খান বলেন, ‘বাংলাদেশ ৫৪ বছর পার করেছে। কিন্তু এখনো দুর্নীতি ও বৈষম্যমুক্ত, সুবিচার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। জনগণ সব দলকে দেখেছেন, এবার তাঁরা জামায়াতে ইসলামীর মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চান। দেশে আওয়াজ উঠেছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি।’
শামস উদ্দিন বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন চাই। এ জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেটি করবে বলে আমরা আশা করি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
সৌম্যর ১৮৬, মার্শালের ১০ হাজার ও সাকিবের পাশে শুভাগত
২৮তম সেঞ্চুরিতে ১০ হাজারে মার্শাল
তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের মাইলফলক ছুঁয়েছেন মার্শাল আইয়ুব। কক্সবাজারে আজ বরিশালের বিপক্ষে ঢাকার হয় প্রথম দিনটা ১১৮ রানে অপরাজিত থেকে শেষ করেছেন বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণিতে নিজের ২৮তম সেঞ্চুরি করার পথে ৪২ রানের মাথায় এই মাইলফলক ছুঁয়েছেন ১৭৪তম ম্যাচ খেলা মার্শাল।
তাঁর দল ঢাকা ৮০.৫ ওভারে ৭ উইকেটে করেছে ২৪৬ রান। দল ১৮ রানে ৩ উইকেট হারানোর পর আশিকুর রহমানকে নিয়ে ১৩৫ রানের জুটি গড়েন মার্শাল। আশিকুর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান।
সৌম্যর ১৮৬, সাকিবের পাশে শুভাগতচার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার। খুলনায় আজ ময়মনসিংহের বিপক্ষে ১৮৬ রান করেছেন খুলনার এই ওপেনার। ৯৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সৌম্য এটি ষষ্ঠ সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১৫০, ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। ওই সেঞ্চুরির পর আজই আবার এই সংস্করণে সেঞ্চুরি পেলেন সৌম্য। আজ ২২২ বলের ইনিংসে ২৪টি চার ও ৫টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেছেন সৌম্য সরকার