বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Published: 6th, December 2025 GMT
মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে দেশের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির তিনজন নেতা ও তাঁদের অনুসারীরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত হওয়া কামাল জামান মোল্লার সমর্থকেরা। এ সময় একটি মশালমিছিল বের করা হয়। মিছিলটি পদ্মা সেতু টোল প্লাজা ঘুরে মোল্লারবাজারে এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে শনিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য ও তাঁর অনুসারীরা। এ ছাড়া মাদারীপুর-২ আসনের আরেক মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের অনুসারীরা সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে বিকেল পাঁচটার দিকে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এতে মহাসড়ক দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
দলীয় নেতা–কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় কামাল জামান মোল্লাকে। এক দিন পরেই অনিবার্য কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তাঁর মনোনয়ন স্থগিত রাখা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এদিন মাদারীপুর-১ আসনে বিএনপি স্থগিতাদেশ পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরীকে (মিঠু) মনোনয়ন দেওয়া হয়। মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানকে।
কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন ফিরিয়ে দিতে তাঁর সমর্থকেরা শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশালমিছিল করে সড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা পর তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা। এ সময় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় শত শত যানবাহন আটকে পড়া এক্সপ্রেসওয়ের উভয় লেনে। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
বিক্ষোভে বক্তারা বলেন, শিবচরে বিএনপি নেতা কামাল জামান মোল্লা একজন জনপ্রিয় নেতা। তাঁর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ করে বৃহস্পতিবার অন্য একজনকে মনোনয়ন দেয় বিএনপি। এই মনোনয়ন প্রত্যাহার এবং কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল রাখার দাবি জানান বক্তারা।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা (সাজু) বলেন, ‘আমরা জামান মোল্লার মনোনয়ন বহাল চাই। কোনো ষড়যন্ত্র মানি না। মনোনয়ন বহাল না রাখলে বড় কর্মসূচি দেওয়া হবে।’
পাঁচ্চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, বিএনপি নেতা কামাল জামান মোল্লার অনুসারীরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ কারণে এক্সপ্রেসওয়েতে এক ঘণ্টার মতো সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ কিলোমিটার যানজটমাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় শনিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম দ র প র ২ আসন ব এনপ র সদস য র অন স র র র উপজ ল র শ বচর
এছাড়াও পড়ুন:
প্রথম আলোর খবরে মানুষ আস্থা রাখেন
বস্তুনিষ্ঠ খবর পেতে প্রথম আলোর ওপর ভরসা রাখেন পাঠকেরা। শত প্রতিকূলতার মুখেও সত্য প্রকাশে কখনো পিছপা হয়নি পত্রিকাটি। ২৭ বছরের যাত্রায় বিভিন্ন প্রতিকূলতা সামলে নিজের অবস্থান ধরে রেখেছে প্রথম আলো। এ জন্য প্রথম আলোর খবরে মানুষ আস্থা রাখে। বিপুল পরিমাণ পাঠক প্রতিনিয়ত পত্রিকাটির শক্তি জোগাচ্ছেন।
শনিবার গাজীপুরে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে কুষ্টিয়া ও পাবনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
গাজীপুর
বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানার সঞ্চালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। এরপর প্রথম আলোর বৈশ্বিক দুটি পুরস্কার নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ধান গবেষণা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনমিতা রানী।
সুধী সমাবেশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর বলেন, ‘প্রথম আলো অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে একটি সামাজিক সচেতনতা গড়ে তুলেছিল, একইভাবে পরিবেশদূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবে। তারা এই কার্যক্রম হাতে নিলে পরিবেশ আরও সুন্দর হবে বলে বিশ্বাস করি।’
একই কলেজের সহযোগী অধ্যাপক আক্তার জাহান বলেন, ‘সত্য সব সময় সংখ্যালঘু। কিন্তু তাকে এগিয়ে নিয়ে যেতে প্রথম আলোকে শক্তি জোগাতে হবে। প্রথম আলো সবার জন্য উপযোগী একটি পত্রিকা। প্রথম আলো পারিজাত পাপড়ি ছড়ানো পথে এত দূর আসেনি, তাকে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। আমার প্রত্যাশা, প্রথম আলোর যাত্রা হবে সেই পথে, যে পথে সত্য চলে গেছে। নিরপেক্ষ থাকতে বলব না, আমি বলব ভালোর পথে থাকতে, ন্যায়ের পক্ষে থাকতে, সত্যের পথে থাকতে।’
গাজীপুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সুধী সমাবেশ। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে