২৮তম সেঞ্চুরিতে ১০ হাজারে মার্শাল

তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের মাইলফলক ছুঁয়েছেন মার্শাল আইয়ুব। কক্সবাজারে আজ বরিশালের বিপক্ষে ঢাকার হয় প্রথম দিনটা ১১৮ রানে অপরাজিত থেকে শেষ করেছেন বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণিতে নিজের ২৮তম সেঞ্চুরি করার পথে ৪২ রানের মাথায় এই মাইলফলক ছুঁয়েছেন ১৭৪তম ম্যাচ খেলা মার্শাল।

তাঁর দল ঢাকা ৮০.

৫ ওভারে ৭ উইকেটে করেছে ২৪৬ রান। দল ১৮ রানে ৩ উইকেট হারানোর পর আশিকুর রহমানকে নিয়ে ১৩৫ রানের জুটি গড়েন মার্শাল। আশিকুর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান।

সৌম্যর ১৮৬, সাকিবের পাশে শুভাগত

চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার। খুলনায় আজ ময়মনসিংহের বিপক্ষে ১৮৬ রান করেছেন খুলনার এই ওপেনার। ৯৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সৌম্য এটি ষষ্ঠ সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১৫০, ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। ওই সেঞ্চুরির পর আজই আবার এই সংস্করণে সেঞ্চুরি পেলেন সৌম্য। আজ ২২২ বলের ইনিংসে ২৪টি চার ও ৫টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেছেন সৌম্য সরকার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম শ র ণ র ক

এছাড়াও পড়ুন:

মাইলফলকের ম্যাচে জয় থেকে ৪ উইকেট দূরে দাঁড়িয়ে বাংলাদেশ

তাইজুল ইসলামকে আলিঙ্গনে টেনে নিয়েছেন মুশফিকুর রহিম। কিছুক্ষণের জন্য যেন তাঁকে তুলে নিলেন অন্য সবার চেয়েও উঁচুতে। তাঁদের এই আনন্দের ভাগাভাগির মুহূর্তটা টেস্ট উইকেটের সংখ্যায় তাইজুল চূড়ায় উঠে যাওয়ার পর। দুজনের মুখে চওড়া হাসি, চারপাশে তাঁদের ঘিরে উচ্ছ্বসিত সতীর্থরা। মুশফিক-তাইজুলের এ মুহূর্তই মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতীকী ছবি।

কে কোন মাইলফলকে পৌঁছালেন—ম্যাচের ফলের চেয়ে তা নিয়েই বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টে আগ্রহটা বেশি। নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করে রেকর্ডের পাতায় নাম তুলেছেন মুশফিক, লিটন দাসও তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের শীর্ষ টেস্ট উইকেটশিকারির রেকর্ডটা তাইজুলের করে নেওয়া তাতে নতুন সংযোজন।

ম্যাচের ফল? তা গত পরশু বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ২১১ রানে এগিয়ে থেকে আবার ব্যাট করতে নেমেছিল, তখনই একরকম ঠিক হয়ে গিয়েছিল। ম্যাচের গতিপথ এখনো সেদিকেই। আগামীকাল শেষ দিনে জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ৩৩৩ রান, হাতে ৪ উইকেট। আক্ষরিক অর্থেই ‘মিরাকল’ ঘটে না গেলে এই ম্যাচে বাংলাদেশের জয়বঞ্চিত হওয়ার কারণ নেই।

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ

  • মাইলফলকের ম্যাচে জয় থেকে ৪ উইকেট দূরে দাঁড়িয়ে বাংলাদেশ