মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য নেদারল্যান্ডস সরকারের হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম। এই পুরস্কার ‘মানবাধিকার টিউলিপ’ নামেও পরিচিত।

এ বছর বিভিন্ন দেশের মোট সাতজনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ১০ ডিসেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সানজিদা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে একমাত্র তিনি মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়ন বাংলাদেশের জন্য, ন্যায়বিচারের জন্য, অধিকার আদায়ের সংগ্রামের জন্য একটা স্বীকৃতি।

২০০৮ সাল থেকে প্রতিবছর নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কার দিয়ে আসছে। বিজয়ী ব্যক্তি ৫০ হাজার ইউরো এবং একটি টিউলিপ আকৃতির ব্রোঞ্জ ভাস্কর্য পাবেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে ‘মায়ের ডাক’ নামের সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সানজিদা। তাঁর ভাই সাজেদুল ইসলাম (সুমন) ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায় র‌্যাবের একটি দল। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। সানজিদাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের প্রার্থী করেছে বিএনপি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র জন য প রস ক র ট উল প

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর

রাফা সীমান্ত ক্রসিং একমুখী খোলার ইসরায়েলের ঘোষিত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড ছেড়ে যেতে পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। এছাড়া গাজায় ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করা হবে।

গত সাত সপ্তাহে প্রায় ৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। শনিবার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় সর্বশেষ ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে।

শুক্রবার মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক ঘোষণায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলা হয়েছে, “গাজা উপত্যকা থেকে মিশরে বাসিন্দাদের প্রস্থানের জন্য আগামী দিনে রাফাহ ক্রসিং খোলা হবে।”

যুদ্ধবিরতি লঙ্ঘনকারী এই ঘোষণাটি বুধবার ইসরায়েলি সামরিক ইউনিট ‘কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন টেরিটরিজ ঘোষণা করেছে। এতে বলা হয়েছে যে মিশরের সাথে সমন্বয় করে ইসরায়েলি ‘নিরাপত্তা অনুমোদন’ নিয়ে একমুখী ক্রসিংয়ের অনুমতি দেওয়া হবে।

মিশর এবং মধ্যস্থতা চুক্তিতে স্বাক্ষরকারীরা এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, “ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।” 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ