Samakal:
2025-11-02@06:25:49 GMT

গর্ত

Published: 12th, June 2025 GMT

গর্ত

জানালার ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে থমথমে গভীর জঙ্গল। গাছগাছালির ফাঁকফোকর দিয়ে তাকালে দৃষ্টি হোঁচট খায় ডালপালার আড়ালে থাকা পাহাড়ের মাটির দেয়ালে। ঝুরঝুরে লাল মাটির পাহাড়, কিছু কিছু জায়গায় মাটি ধসে গিয়ে বিশ্রী ক্ষতের মতো দেখাচ্ছে। লতাগুল্মের ঝাড় মাটি খামচে বাদুড়ঝোলা হয়ে ঝুলছে পাহাড়ের গায়। বুনো ঘাস আর ঝোপঝাড়ের দঙ্গলে গোড়ালি ডুবিয়ে আকাশমুখো তাকিয়ে ডালপালা নাড়ছে গাছগুলো। এখানে ওখানে ঝোপের ভিতর হলদে পাপড়ি মেলে দিয়েছে অজস্র বুনো ফুল। হাপরের মতো একটা শোঁ শোঁ শব্দ ভেসে আসছে বাতাসের সাথে। সহসাই আবার থেমে যাচ্ছে শব্দটা। কাছাকাছি কোথাও ঝাউবন আছে বোধ হয়। জনমানুষের চিহ্ন নেই, বসতের চিহ্ন নেই কোথাও।
একটু দূরে বনের ভিতরে যেখানে গাছের ছায়া মেঘের মতো ঘন হয়ে নেমেছে মাটির ওপর, সেখানে ঝোপের ভিতর সকাল থেকেই লোকটা গর্ত খুঁড়তে লেগেছে। দুই হাতে মুঠো করে ধরা কোদালটা তার মাথার ওপর উঠছে আর নামছে। গর্তটা কোমর সমান গভীর হয়েছে বোধ হয়। পাশে জমে ওঠা মাটির স্তূপ আড়াল দিয়েছে লোকটাকে। তাকে দেখা যাচ্ছে না এখন।
লেজ নাচাতে নাচাতে কযেকটা ধূসর রঙের ছাতারে পাখি বের হয়ে এলো একটা ঝোপের ভিতর থেকে ঘাড় বাঁকিয়ে এদিক-সেদিক তাকাল, তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে একে একে উড়ে গেল বনের ভিতর।
ঘরে বসে ক্লান্ত চোখ মেলে দেখছেন সৈয়দ আকমল। সামনের আঙিনা থেকে কোনো কিছুর আওয়াজ পেয়ে পাশের জানালায় দৃষ্টি ফেরালেন। একটা ছোট বাচ্চা ছেলে মুখ দিয়ে ঝিকঝিক শব্দ করতে করতে একটা সুপারির খোল টেনে নিয়ে যাচ্ছে। খোলের ভিতর কিছু মাটির চাঙ্গড়। উঁচু চৌকিটায় পা ঝুলিয়ে বসে থেকে পা ধরে গেছে। সৈয়দ আকমল উঠে জানালার কাছে দাঁড়ালেন। তাকে দেখতে পেয়ে মুখ তুলে তাকাল ছেলেটি। চোখাচোখি হওয়ায় যেন লজ্জা পেয়েছে, মাথা নিচু করে খোলের প্রান্তটা টানতে টানতে দ্রুত ঘাসবনের আড়ালে মিলিয়ে গেল।
লোকটা এখন গর্ত থেকে উঠে এসেছে। জানালায় দাঁড়ানো আকমল সাহেবের দিকে এক পলক তাকাল। মাথায় পেঁচিয়ে রাখা গামছাটা খুলে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ‘বসের অর্ডার, গর্তটা খুঁড়ে রাখলাম।’ 
কথাটা আকমল সাহেবকে উদ্দেশ করে বলল নাকি নিজেকে শোনাল বোঝা গেল না। লোকটা অর্থাৎ সিরু মস্তানের কথায় এটুকু বোঝা গেল কারও নির্দেশে গর্তটা খোঁড়া হয়েছে। কার নির্দেশে, কেন গর্তটা খোঁড়া হয়েছে– এ বিষয় নিয়ে সৈয়দ আকমল মাথা ঘামাচ্ছেন না। তিনি অন্যমনস্ক, চিন্তামগ্ন। গত রাতের ঘটনাটা ঘুরেফিরে মাথায় জট পাকাচ্ছে। 
এশার নামাজ শেষে মসজিদ কমিটির কিছু আলোচনা ছিল। সেটা শেষ হতে বেশ রাত হলো। মসজিদ থেকে বের হয়ে আলো-আঁধারি পথে তিনি বাড়ির দিকে হাঁটছিলেন। ছাইরঙা ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদটাকে আড়াল করে আকাশে ভাসছে। অনেক তারা ফুটেছে আকাশে। মিয়া বাড়ির লিচু গাছে হুটোপুটি করছে বাদুড়গুলো। ডানা ঝাপটে উড়ে যাচ্ছে অন্ধকার আকাশে। সেই সময় একটা সাদা মাইক্রোবাস শক্ত ব্রেক কষে তার পাশে এসে থামল। দরজা খুলে লাফ দিয়ে নামল দুই-তিনজন। কিছু বুঝবার আগেই তাকে জাপটে ধরে গাড়ির ভিতর টেনে নেয়। বাধা দিয়েছিলেন। মাথায় শক্ত কিছুর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 
যখন জ্ঞান ফিরেছে তখন অনেক রাত। ঘাড় নাড়তেই ব্যথায় টনটন করে উঠল মাথার ডান পাশটা। চোখ মেলে তাকাতেই ঘুটঘুটে কালো ধোঁয়ার মতো অন্ধকার চারপাশ থেকে ঠেসে ধরল। মনে হলো একটা ঘরে চৌকির ওপর তার শরীরটা নেতিয়ে পড়ে আছে। চৌকিতে জাজিম নেই। শক্ত কাঠ খোঁচা দিচ্ছে পিঠে। কেমন একটা অপরিচিত বোটকা গন্ধ ভাসছে বাতাসে। সামনেই জানালা, কপাট খোলা। ওপাশে হাঁ করে আছে রাত। একটু কাত হয়ে চোখ ঘোরালেন ডানে-বাঁয়ে। মাথার ব্যথাটা খচ করে কামড়ে ধরল। আর নড়াচড়ার চেষ্টা করলেন না। মড়ার মতো পড়ে থাকলেন চৌকির ওপর।  এলোমেলো দুঃস্বপ্নের ভিতর রাতটা আধো ঘুম আধো জাগরণে কেটেছে। যখন ভোরের আলো ফুটেছে, খোলা জানালায় কেউ একজন এসে দাঁড়ালে  তিনি সজাগ হলেন। অপরিচিত একটা মুখ। কপালের চামড়ায় পুরু ভাঁজ, চোয়াল জাগানো থুতনিতে একগোছা দাড়ি। মাথায় কাঁচা-পাকা চুলের জটা ঘাড় অবধি নেমেছে। ঢুলু ঢুলু লালচে চোখ মেলে ভিতরে উঁকি দিয়ে কিছু দেখছিল। মনে হলো তাকেই যেন খুঁটিয়ে দেখছে। একসময় গলা খাঁকারি দিল লোকটি, তাকে উদ্দেশ করে বলল, ‘আমি সিরু মস্তান। কিছু লাগলে আমারে ক’বেন। তবে ঘরের বাইরে আসা যাবে না। দরজায় তালা।’ কিছুক্ষণ পরেই লোকটা আবার দেখা দিল। হাতে একটা কাগজের মোড়ক অন্য হাতে ছোট অ্যালুমিনিয়ামের মগ। বলল, ‘নাশতা খান।’  সৈয়দ আকমল জানালার শিক গলিয়ে অনিচ্ছুক হাত বাড়িয়ে মোড়কটা নিয়ে চৌকির একপাশে রাখেন পুরিয়াটা। একটা আধপোড়া আটার রুটি, ভেতরে বুটের ডাল। মগে পানি। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। পেটে ক্ষুধা। তবু খাওয়ার ইচ্ছা নেই তার। কাগজে মোড়ানো রুটি আর ডাল যেমন রেখেছিলেন তেমনি পড়ে থাকে। একটা ডাঁশ মাছি উড়ে এসে হাঁটতে থাকে খাবারের ওপর।
দুশ্চিন্তা আর অবসাদে সৈয়দ আকমলের শরীর ভেঙে পড়তে চাইছে। অনেক প্রশ্ন ঘুরঘুর করছে মাথার ভিতর। তবে কথা বলতে ইচ্ছা করছে না। কিছু জিজ্ঞাসা করলে যে সদুত্তর পাবেন সিরু মস্তান নামের লোকটার আচরণে সে রকম মনে হচ্ছে না। লোকটার কথাবার্তা খটখটে, নীরস। ভাবভঙ্গি অমার্জিত। সময় চলছে না। খুব ছটফট লাগছে। সৈয়দ আকমল শান্ত থাকার চেষ্টা করছেন। ঘুরেফিরে বাড়ির কথা মনে হচ্ছে। ঘরে যতক্ষণ থাকেন, নাতনি টুম্পা তার সঙ্গেই থাকে। বাচ্চাটা নিশ্চয় খুব খুঁজছে তাকে। বউমার উদ্বিগ্ন চেহারাটা ভেসে উঠল তার চোখে। ছেলে অনিক হয়তো থানা আর পার্টি অফিসে ছোটাছুটি করছে। এতক্ষণে তার নিঁখোজ হওয়ার খবর রটে গেছে পাড়া-মহল্লায়। লোকজন তাকে খোঁজাখুঁজি করতে লেগেছে। বন্ধ ঘরে একটাই দরজা। দু’পাশের দেয়ালে দুটো জানালা। জানালা আটকে রেখেছে পুরু লোহার শিকের ঘের। ঘরের ভিতর দিকে একপাশে ঘুপচির মতো জায়গা। প্রস্রাব-পায়খানার জায়গা হবে। আধবোজা দরজা ঠেলে ঝাঁঝালো একটা গন্ধ আসছে ভিতর থেকে। অসহনীয় বন্দিদশা। কিছুই করার নেই শুধু অপেক্ষা করা ছাড়া। তবে অপেক্ষাটা কিসের জন্য সেটাও খোলাসা করে মনকে বোঝাতে পারছেন না। মনে অস্থিরতা উইপোকার মতো ঝাঁক বেঁধে উড়ছে। নিজের সামর্থ্যের কাছে হার মেনে কেউ যখন নিজেকে নিয়তির হাতে ছেড়ে দেয় তিনি সে রকম একটা মানসিকতায় নিজেকে ন্যস্ত করেছেন। 
গাছগাছালির ফাঁকফোকরে দিনের আলো। সবুজ স্ফটিকের মতো জ্বলছে জঙ্গলের ভিতরটা। বুনো ঘাস আর ঝোপঝাড়ে রোদের তেজ দেখে অনুমান করা যায় সময়টা মধ্যাহ্নের কাছাকাছি। জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সৈয়দ আকমল খোদাভক্ত নামাজি লোক। ফজরের নামাজ কাজা হয়েছে। এখন জোহর নামাজের সময়। ভেতর থেকে নামাজ আদায় করার তাগিদ দিচ্ছে যেন কেউ। নামাজে দাঁড়ালে কিছুক্ষণের জন্য হলেও মনের অস্থিরতা ভুলে থাকা যেত।
সৈয়দ আকমল জানালায় দাঁড়িয়ে গলার স্বর খানিকটা উঁচু করে হাঁক দিলেন, ‘একটু শুনবে।’ 
সিরু মস্তান বোধ হয় ধারেকাছেই ছিল। অচিরেই জানালায় দেখা দিল। ভুরু কুঁচকে তাকিয়ে আছে।  
‘একটু পানি দিতে পারবা? অজু করব।’ 
কিছু না বলে কোথাও মিলিয়ে গেল সিরু মস্তান। ফিরে এলো অল্পক্ষণ পরেই। জানালার শিক গলিয়ে হাতটা মেলে ধরল তার দিকে। সিরুর হাতের মুঠোয় একটা মাটির ঢেলা। 
‘পানি দিতে পারব না। পানি আনতে কমলা ঝিরি যাওয়া লাগবে। এক ঘণ্টার পথ। বাড়ির সীমানার বাইরে যাওয়ার অর্ডার নাই আমার। এই মাটির ঢেলা দিয়া তায়াম্মুম বানান।’
অগত্যা তায়াম্মুমে অজু সারলেন তিনি। নামাজে দাঁড়ানোর জন্য একটা পরিষ্কার জায়গার খোঁজে এদিক-সেদিক তাকাচ্ছেন, জানালায় একটা কিছুর নড়াচড়া তার মনোযোগ টেনে নিল। বারান্দা থেকে জানালা বেশ উঁচু। কেউ বোধ হয় জানালার নিচ থেকে শিকের ভিতর দিয়ে একটা প্লাস্টিকের পানির বোতল ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিছুটা কৌতূহলে তিনি জানালার কাছে এগিয়ে গেলেন। ফর্সা চকচকে একটা ছোট ন্যাড়া মাথা তার নজরে এলো প্রথমে। তারপর হাড়জিরজিরে খালি গা, কোমরে ফিতে দিয়ে বাধা ময়লা হাফপ্যান্ট। ঘাড় উঁচু করে জানালার দিকে তাকিয়ে আছে বাচ্চা ছেলেটা। এই ছেলেটাকে তিনি সুপারির খোল টেনে নিয়ে যেতে দেখেছিলেন। চোখাচোখি হতেই মুখ নামিয়ে মেঝের দিকে তাকাল। তবে ছোট ছোট দুটো হাতে পানির বোতলটা উঁচু করে জানালার শিকের সাথে ঠেসে ধরে রাখল। 
প্রচণ্ড ধমক দিয়ে কোথা থেকে ছুটে এলো সিরু মস্তান। ছোঁ মেরে বোতলটা কেড়ে নিল ছেলেটার হাত থেকে। ক্রুদ্ধ চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর জোরে কান টেনে দিয়ে গলা চড়িয়ে বলল, ‘মাতুব্বরি শিখতেছ না? ঘরে পানি নাই, এই পানি দিলে খাবি কী?’ 
কানে টান পড়ায় গোত্তা খাওয়া ঘুড়ির মতো কাত হয়ে পড়ে যাচ্ছিল ছেলেটা। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াল। মুখটা নামিয়ে রাখল মাটির দিকে। ফোঁসফোঁস করে শ্বাস ফেলছে। দাঁড়ানোর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে খুব রাগ হয়েছে তার। সৈয়দ আকমল বললেন, ‘আহা, মারতেছ কেন? ছোট মানুষ, বুঝতে পারে নাই।’ ছেলেটির দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, ‘আমি তো অজু করেছি বাবা। পানির দরকার হবে না।’ সিরু মস্তানকে বললেন, ‘ছেলে তোমার?’ 
‘আমারই তো। ছাওয়ালডারে রাইখা ওর মা আরেক ডাকাইতের সাথে পলাইছে। আমার পোলা আমি তো আর ফেলাইয়া দিতে পারি না। সাথে রাখছি।’ মস্তানের কণ্ঠস্বরে রাগের ঝাঁজ। 
সৈয়দ আকমলের স্নেহের দৃষ্টি গড়িয়ে পড়ল ছেলেটির ওপর। ছোট্ট নাতনি টুম্পার জন্য কষ্টটা তার বুকের ভিতরে তোলপাড় করতে থাকল। 
‘আই, ঘরে চল্,’ সিরু মস্তান চেঁচিয়ে বলল। ছেলেটির মধ্যে নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। মস্তান তাকে টেনেহিঁচড়ে পাশের ঘরে ঢুকল। কিছুক্ষণ তর্জনগর্জন, তারপর সব চুপচাপ। গোটা বাড়িটা আবার জঙ্গলের গভীর নৈঃশব্দ্যে ডুবে গেছে।
আঙিনার সামনের দিকে গাছগাছালির ছায়া ক্রমশই গাঢ় হচ্ছে। মনে হচ্ছে সূর্যটা এখন পাহাড় টপকে কাত হয়ে নিচে নামছে। সন্ধ্যা লাগতে না লাগতেই জঙ্গল থেকে অন্ধকারের স্রোত ভাসিয়ে দিল চারপাশ। সিরু মস্তান জানালার পাশে বারান্দায় পা ছড়িয়ে বসেছে। পায়ের কাছে জ্বলছে একটা কুপি। বাতাসে কাঁপছে কুপির শিখা। সিরু মস্তানের ছায়াটা ভূতের মতো গড়াগড়ি দিচ্ছে মেঝের ধুলোয়। মস্তানের হাতে একটা কলকি। মুঠোয় পুরে টান দিচ্ছে। কলকির মাথায় লাল আগুনের ফুলকি লকলক করে জ্বলে উঠছে অন্ধকারে। কয়েকটা শেয়াল নেমেছে আঙিনায়। ঢুলু ঢুলু চোখে জন্তুগুলোর গতিবিধি লক্ষ্য করছে সিরু মস্তান। শেয়ালগুলো একটু কাছাকাছি আসতেই সে মেঝের ওর লাঠি ঠুকল। 
‘হুস্ হুস্!’ 
শেয়ালগুলো ঝোপের ভিতর উধাও হয়ে গেল চোখের পলকে। 
‘চাচা মিয়া, এই জঙ্গলের শিয়ালগুলি বড়ই খাটাশ। সকাল বেলা গর্ত খুঁড়লাম না, অইখানে আরও তিনটা গর্ত আছে। তিনটা গর্তে তিনটা মানুষ আছে। এখন মানুষগুলো নাই, শুধু হাড়গোড়। শিয়ালে মাটি আঁচড়ায়ে হাড়গোড় বার করে নিয়া আসে। কুড়মুড় কইরা চাবায়।’ সিরু মুখ উঁচু করে ভুস ভুস করে ধোঁয়া ছাড়ল। 
কুপির চারপাশে ফরফর শব্দে উড়ছে কয়েকটা মথ। ঘরের চালে দাপাদাপি করছে জংলি বাতাস। দূরে বনের ভিতর কোথাও একটা পাখি চিৎকার করে ডাকছে। অনেকক্ষণ ধরে ডাকল। সিরু মস্তান ভ্রুক্ষেপহীন, চুপচাপ কলকি টানছে।
‘চাচা মিয়া, ভয় পাইছেন?’ 
লোকটার নেশা হয়েছে। মুখের গেঁরো ফসকে কথা বেরিয়ে আসছে। ‘অর্ডার করে একজন, কাম করে তার লোকজন,’ সিরু মস্তানের খনখনে গলা বেজে উঠল আবার। ‘আপনারে এইখানে কে আনছে। সেইটা আমি যেমন জানি, আপনিও জানেন। আজকে গর্তটা খোঁড়া হইছে তার অর্ডারে।’ 
মস্তানের কথায় হেঁয়ালির ভাব আছে। কথার অর্থ পরিষ্কার সৈয়দ আকমলের কাছে। তিনি অনুভব করলেন ভয়ের শীতল সাপ তার পা দুটো পেঁচিয়ে ওপরে উঠে আসছে। 
দুই সপ্তাহ আগের ঘটনা হবে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছানাউল্ল্যা তার অফিসে এসেছিল প্রস্তাবটা নিয়ে। বলেছিল, ‘দুইবার তো ইলেকশন করলেন। এইবার আসনটা আমার জন্য ছেড়ে দেন। আসেন, নিজেদের মধ্যে একটা ফয়সালা করি।’ 
সরীসৃপের মতো পলকহীন শীতল চোখে তার দিকে স্থির তাকিয়ে ছিল। ছানাউল্যা এলাকার ভুঁইফোড় সংগঠনের নেতা। সাংসদের পছন্দের লোক। মাদকের কারবারে জড়িত। এলাকায় আধিপত্য কায়েম করার জন্য তার একটা বাহিনী আছে। খোঁড়া নাসেরের মতো ভাড়াটে খুনিও আছে তার হাতে। ছানাউল্যার প্রস্তাবে দমে যাননি সৈয়দ আকমল। বলেছিলেন, ‘আমাকে সমঝোতার কথা বলবা না। ফয়সালার ভার ভোটারদের ওপর। নির্বাচনের মাঠে তারাই ফয়সালা করবে। এইটা আমার শেষ কথা, ছানাউল্ল্যা। কথাটা মনে রাখবা।’ 
শব্দ করেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল ছানাউল্ল্যা। ‘আকমল সাহেব, আপনে রাজনীতি করেন, আমিও করি। রাজনীতিতে  শেষ কথা কিছু নাই। আপনিও মনে রাখবেন।’
বারান্দার আলো-আঁধারিতে খুকখুক শব্দ করে কেশে উঠল সিরু মস্তান। দুই হাত মাথার ওপর প্রসারিত করে আড়মোড়া ভাঙল। ঘাড় উঁচু করে জঙ্গলের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। ‘আমি ডাকাইত। ডাকাইতের কাম ভালো বুঝি। রাজনীতি বুঝি না। রাজনীতির ক্যাচালে যখন নেতারা ডাকাইতের কাম করে, তখন আমার কষ্ট লাগে।’ গলার স্বর খাদে নামিয়ে বলল, ‘চাচা মিয়া, নামাজের ওয়াক্ত যাইতেছে। আপনারে কি অজুর পানি দিব? নমাজ পইড়া আল্লারে ডাকেন। আমি একটা গাড়ির শব্দ শুনতেছি। খোঁড়া নাসের আসার কথা। সে আসতেছে।’ v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ প র ভ তর ন র ভ তর ব ধ হয় র জন য ছ ন উল র জন ত ক ত হয় অর ড র র ওপর বলল ন

এছাড়াও পড়ুন:

শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা

বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থও। রবিবার (২ নভেম্বর) ৬০ বছর পূর্ণ করে একষট্টিতে পা দেবেন এই তারকা।  

অভিনয় ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ খান। তাদের মধ্যে অন্যতম জুহি চাওলা। ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘রামজানে’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’সহ আরো কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। একসঙ্গে অভিনয় ছাড়াও, এই দুই তারকা বাস্তব জীবনে খুবই ভালো বন্ধু। কেবল তাই নয়, ব্যবসায়ীক অংশীদারও তারা। 

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?

বন্ধু শাহরুখের জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন জুহি। এ আলাপচারিতায় স্মৃতিচারণ তো করেছেনই, পাশাপাশি শাহরুখের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেত্রী।  

শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়ে জুহি চাওলা বলেন, “আমি যখন প্রথম ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হই, তখন সহপ্রযোজক বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন, ‘আমার নায়ক দেখতে আমির খানের মতো।’ আমি শাহরুখকে দেখে ভীষণ অবাক হয়েছিলাম। দেখি, শাহরুখের চুল চোখের ওপরে নেমে এসেছে। আর সে একেবারেই আমার কল্পনার সেই ‘চকলেট বয়’ নয়! যখন কাজ শুরু করি, তখন বুঝতে পারি, সে একদম নতুন অভিনেতাদের মতো নয়, সে পরিশ্রমী, দিনে তিন শিফটে কাজ করছে।” 

একটি ঘটনা বর্ণনা করে জুহি চাওলা বলেন, “আমার মনে আছে, ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময়, কোনো দৃশ্য ঠিকমতো লেখা না থাকলে পরিচালক আজিজজি (আজিজ মির্জা) বলতেন, ‘শাহরুখ আসুক, সব ঠিক হয়ে যাবে।’ রোমান্স আর মজার মিশেলে থাকা দৃশ্যগুলো আমাদের সবচেয়ে ভালো ছিল। সেই সূত্রেই আমরা অনেকগুলো সিনেমায় একসঙ্গে কাজ করেছি।” 

শাহরুখের পাশে অবস্থান করলে সাবধান থাকার কথার কথা বলেছেন জুহি। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, “শাহরুখের আশেপাশে থাকলে সাবধানে থাকবেন। কারণ সে কথা দিয়ে আপনাকে যেকোনো কিছু করাতে রাজি করিয়ে ফেলতে পারে। ওর কথাবলার ভঙ্গি এমন যে, আপনি ‘না’ বলতেই পারবে না। আমি ‘ডুপ্লিকেট’ সিনেমা করতে চাইছিলাম না, কারণ সেখানে আমার তেমন কিছু করার ছিল না। আমরা তখন আরেকটি সিনেমার শুটিং করছিলাম, আর শাহরুখ আমাকে সিঁড়িতে বসিয়ে দুই ঘণ্টা বোঝায় এবং আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই। সে আপনাকে যেকোনো কিছু করতে রাজি করাতে পারে, তাই সাবধানে থাকবেন।” 

শাহরুখ খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জুহি চাওলা বলেন, “অফস্ক্রিনে আমাদের সম্পর্কেও উত্থান-পতন রয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আমাদের যুক্ত রেখেছেন, এমনকি আইপিএলের মাধ্যমেও। আমাদের বন্ধন কোনো পরিকল্পনার ফল নয়, এটা একেবারেই ভাগ্যের ব্যাপার।” 

শাহরুখ খানের সঙ্গে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক জুহি ও তার স্বামী জয় মেহতা। এই দলের পেছনে জুহি বিনিয়োগ করেছেন ৬২৯ কোটি রুপি। বর্তমানে এই দলটির মূল্য আছে ৯ হাজার ১৩৯ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে ‘রেড চিলিস গ্রুপ’ প্রতিষ্ঠা করেন জুহি। 

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা। 

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী। 

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ। 

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা। 

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন মোট পাঁচবার। তবে শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলতি বছর ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাহরুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ