‘কবিতা তো অবিকল মানুষের মতো/ চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,/তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।’
কী আশ্চর্য, কবিতাও মানুষের মতো হয়? কবি হেলাল হাফিজের অনবদ্য এই লাইনগুলো কি আর মিথ্যা হতে পারে? মোটেও নয়! সমকাল সুহৃদ আয়োজিত কবিতা আবৃত্তির আসরে সত্যিই প্রমাণিত হলো কবিতারাও অবিকল মানুষের মতো হয়।
সুহৃদ সমাবেশ বগুড়ার সহযোগিতায় ২৭ মে সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশ নিতে আসেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সমবেত হন কবিতাপ্রেমীরাও। অপেক্ষার পালা শেষে শুরু হয় প্রতিযোগীদের কবিতা পাঠ। পুরো রুম স্তব্ধ, কলেজের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে কবিতা যেন প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.
পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচিত হন সেরা তিন বিজয়ী আল-জ্বাছিয়াহ্ আলম, মহসিনা ইসলাম এবং রবিউল ইসলাম শাকিল। অন্য সাতজন হলেন– ফাবিহা ফেরদৌসী, আইনুল হক, রুফাইদা আফরিন, মহিমা বিনতে ইমরান, আজমাইন জিতু, হুমায়ন কবির হিমু, উম্মে হানি হিয়া। বিজয়ীদের পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও সাহিত্যবিষয়ক বই দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক তামান্না ইয়াসমিন, মো. গোলাম রাব্বি, আরিফুর রহমান, তাসলিমা ইসলাম, আব্দুল হামিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। v
সিনিয়র সহসভাপতি সুহৃদ সমাবেশ, বগুড়া
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর অনলাইন নিবন্ধন কার্যক্রম পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হওয়ার কথা ছিল। ৮ ডিসেম্বর রাতে এক ঘোষণার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজকেরা। গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
আয়োজকেরা জানান, গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: https://matholympiad.org.bd
গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও সমমানের জন্য প্রযোজ্য।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত