Samakal:
2025-09-18@01:10:18 GMT

আবৃত্তি উৎসবে কবিতার বন্দনা

Published: 16th, June 2025 GMT

আবৃত্তি উৎসবে কবিতার বন্দনা

‘কবিতা তো অবিকল মানুষের মতো/ চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,/তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।’
কী আশ্চর্য, কবিতাও মানুষের মতো হয়? কবি হেলাল হাফিজের অনবদ্য এই লাইনগুলো কি আর মিথ্যা হতে পারে? মোটেও নয়! সমকাল সুহৃদ আয়োজিত কবিতা আবৃত্তির আসরে সত্যিই প্রমাণিত হলো কবিতারাও অবিকল মানুষের মতো হয়।
সুহৃদ সমাবেশ বগুড়ার সহযোগিতায় ২৭ মে সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশ নিতে আসেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সমবেত হন কবিতাপ্রেমীরাও। অপেক্ষার পালা শেষে শুরু হয় প্রতিযোগীদের কবিতা পাঠ। পুরো রুম স্তব্ধ, কলেজের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে কবিতা যেন প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.

শওকত আলম মীর। সুহৃদ কলেজ ইউনিটের সভাপতি আবু সাইদ মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কলেজ সুহৃদ উপদেষ্টা টিপু সুলতান, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, মো. মতিউর রহমানসহ সমকাল প্রতিনিধি ও সুহৃদ সদস্যরা। 
পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচিত হন সেরা তিন বিজয়ী আল-জ্বাছিয়াহ্ আলম, মহসিনা ইসলাম এবং রবিউল ইসলাম শাকিল। অন্য সাতজন হলেন– ফাবিহা ফেরদৌসী, আইনুল হক, রুফাইদা আফরিন, মহিমা বিনতে ইমরান, আজমাইন জিতু, হুমায়ন কবির হিমু, উম্মে হানি হিয়া। বিজয়ীদের পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও সাহিত্যবিষয়ক বই দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক তামান্না ইয়াসমিন, মো. গোলাম রাব্বি, আরিফুর রহমান, তাসলিমা ইসলাম, আব্দুল হামিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। v
সিনিয়র সহসভাপতি সুহৃদ সমাবেশ, বগুড়া

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫