‘কবিতা তো অবিকল মানুষের মতো/ চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,/তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।’
কী আশ্চর্য, কবিতাও মানুষের মতো হয়? কবি হেলাল হাফিজের অনবদ্য এই লাইনগুলো কি আর মিথ্যা হতে পারে? মোটেও নয়! সমকাল সুহৃদ আয়োজিত কবিতা আবৃত্তির আসরে সত্যিই প্রমাণিত হলো কবিতারাও অবিকল মানুষের মতো হয়।
সুহৃদ সমাবেশ বগুড়ার সহযোগিতায় ২৭ মে সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশ নিতে আসেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সমবেত হন কবিতাপ্রেমীরাও। অপেক্ষার পালা শেষে শুরু হয় প্রতিযোগীদের কবিতা পাঠ। পুরো রুম স্তব্ধ, কলেজের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে কবিতা যেন প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.
পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচিত হন সেরা তিন বিজয়ী আল-জ্বাছিয়াহ্ আলম, মহসিনা ইসলাম এবং রবিউল ইসলাম শাকিল। অন্য সাতজন হলেন– ফাবিহা ফেরদৌসী, আইনুল হক, রুফাইদা আফরিন, মহিমা বিনতে ইমরান, আজমাইন জিতু, হুমায়ন কবির হিমু, উম্মে হানি হিয়া। বিজয়ীদের পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও সাহিত্যবিষয়ক বই দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক তামান্না ইয়াসমিন, মো. গোলাম রাব্বি, আরিফুর রহমান, তাসলিমা ইসলাম, আব্দুল হামিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। v
সিনিয়র সহসভাপতি সুহৃদ সমাবেশ, বগুড়া
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি