অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের লন্ডন সফর এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এই সফর কি কেবল একটি সম্মাননা গ্রহণ, নাকি এর মাঝেই লুকিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন রূপরেখা? এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 
৫ আগস্ট শুধু রাজনীতি নয়, রাষ্ট্র ও সমাজের বহুক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু বাস্তবতার খেরোখাতা বলছে ভিন্ন কথা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বাংলাদেশ এক হতে পারেনি। এক হতে পারেনি রাজনীতি। বরং গণঅভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে একদল মানুষ তৈরি করে মব। ধর্মীয় অনুভূতির সুবিধা নিয়ে রাজনীতির মাঠে তৈরি করেছে বিভাজন।
যে গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মুক্ত সংবাদমাধ্যমের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল, দিন দিন তা যেন দূর থেকে বহু দূরের বস্তু হয়ে পড়ছে। এমন সময়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে। তবে বাদ সাধে সংস্কারের গল্প। যাতে তাল মেলায় জামায়াত এবং গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক দল এনসিপি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। সরকারের বিভিন্ন কাজ ও বক্তব্যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মাঝে তৈরি হয় দূরত্ব। ঠিক এমন সময়, লন্ডনে ১৩ জুন সকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। যাকে বলা যেতে পারে বরফ গলানোর রাজনীতি।

লন্ডনের ডরচেস্টার হোটেলের এ বৈঠককে উভয় পক্ষই ‘ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে সৌজন্য সংলাপ’ অভিহিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি শক্তিশালী বার্তা। কেউ কেউ বলছেন, এটি জুলাই সনদ চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে বিচার ও সংস্কার বিষয়ে সম্ভাব্য জাতীয় ঐকমত্য তৈরির প্রয়াস।
তবে  প্রধান উপদেষ্টার এই সফর ও বিশেষ করে তারেক রহমানের সঙ্গে বৈঠককে ভালো চোখে দেখেনি অনেকেই। বিএনপিসহ সরকারের মুখোমুখি থাকা রাজনৈতিক দলগুলো এই সফর ও বৈঠককে ইতিবাচকভাবে দেখছে। বুদ্ধিজীবী ও মিডিয়া মহলে কেউ কেউ মনে করছেন, এটি ইতিবাচক আন্তর্জাতিক বার্তা, যা বর্তমান রাজনৈতিক অচলাবস্থার বাইরে যাওয়ার পথ খুলতে পারে। আবার একটি গোষ্ঠী এই সফরকে ‘পক্ষপাত’ হিসেবেও মনে করছে। বিশেষত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ড.

ইউনূসের সম্ভাব্য সম্মতি তাদের মনেই তৈরি করেছে দুশ্চিন্তার ছায়া।
ড. ইউনূস এখন কী করবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তিনি কি আরও সক্রিয়ভাবে রাজনীতির আলোচনা ও সমঝোতায় যুক্ত হবেন? সফরের ধারাবাহিকতা যদি ভবিষ্যতেও থাকে, যেমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বৈঠক, তাহলে এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারা তৈরি করবে।
ইংল্যান্ড সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরে এলেও এ নিয়ে কিছুই বলেননি তিনি এখনও। তবে এ সফরের কাঙ্ক্ষিত ফলোআপেই নির্ধারিত হবে রাষ্ট্রে গণতন্ত্রের প্রত্যাবর্তন কতটা মসৃণ হতে যাচ্ছে।  

রাজু আলীম: কবি ও সাংবাদিক
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড ইউন স ত র ক রহম ন ন র জন ত ক সরক র র ব এনপ ইউন স

এছাড়াও পড়ুন:

এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাটতে হয় কি-না, এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?... এমন তো হবার কথা ছিল না।’

বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।’

দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে তাঁর বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজত পলাতক স্বৈরাচার দেশে ‘ফ্যাসিবাদ কায়েম করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থা, ভালোবাসা থাকায় সে সংকট কাটিয়েছে তাঁর দল।

তারেক রহমান বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি।’

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান
  • গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
  • এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন জাতির দাবি
  • জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না: সাকি