Prothomalo:
2025-09-18@02:36:35 GMT

১৪ বছরে বিক্রয় ডটকম

Published: 18th, June 2025 GMT

১৪ বছরে পদার্পণ করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে সবার কাছে সহজলভ্য করার ফলে বাংলাদেশের কেনাবেচার ধারা বদলে দিয়েছে অনলাইন মার্কেটপ্লেসটি। আর তাই ২০১২ সালের অক্টোবরে যাত্রা শুরু করা মার্কেটপ্লেসটিতে দুই কোটির বেশি বিক্রেতা পাঁচ কোটির বেশি সম্ভাব্য ক্রেতার সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ডটকম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ডটকম এমন একটি মাধ্যম, যা সারা দেশে পণ্য বিক্রিকে উৎসাহিত করার পাশাপাশি মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। বিক্রয় ডটকমই বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে কোরবানির পশু বিক্রির পাশাপাশি দেশের প্রথম অনলাইন প্রোপার্টি, ফার্নিচার ও গাড়ির মেলা আয়োজন করেছে। পাশাপাশি মোবাইল, ইলেকট্রনিকস, যানবাহন ও প্রোপার্টির মতো প্রয়োজনীয় পণ্য খুঁজে পাওয়াকে করে তুলেছে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

বিক্রয় ডটকমের মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাইফ মোহামেদ বলেন, ‘বিক্রয়ের ১৩ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষকে সহজলভ্য, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সক্ষম করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের পথে আমাদের পাশে ছিলেন আমাদের বিশ্বস্ত ব্যবহারকারী ও সহযোগীরা। তাঁদের অবিচল সমর্থন ও আস্থার ফলেই আজ এই গতিশীল ক্রেতা–বিক্রেতা কমিউনিটি গড়ে উঠেছে।’

বিক্রয় ডটকমে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। সুবিধাগুলো চালু হলে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরির পাশাপাশি সহজেই বিজ্ঞাপনের ভুয়া রিভিউ শনাক্ত করা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ