পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসির) প্রযুক্তিগত উন্নয় ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (এএসআইসি)।

অস্ট্রেলিয়ার সিডনিতে বুধবার (১৮ জুন) বিএসইসির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড.

আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এএসআইসির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক

সূচক ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে

বৈঠকে উভয় পক্ষের মধ্যে পুঁজিবাজারে রিয়েল-টাইম নজরদারি ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নির্ভর ডেটা অ্যানালিটিক্স টুলস বাস্তবায়নসহ উন্নত প্রযুক্তি সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, বাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সুপটেক (সুপারভাইজরি টেকনোলজি) ও রেগটেক (রেগুলেটরি টেকনোলজি) এর প্রয়োগ, বিশেষ করে এক্সবিআরএল ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রক সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থাকে আরো উন্নত করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে ড. আনিসুজ্জামান চৌধুরী এএসআইসির সহায়তায় বিএসইসির বর্তমান গভর্নেন্স কাঠামো পর্যালোচনা, বিশেষ করে অতীতে ঘটে যাওয়া ইনসাইডার ট্রেডিং, তথ্য ফাঁস ও কারসাজির মতো অনিয়ম চিহ্নিত করার বিষয়েও সহযোগিতা চান। একইসঙ্গে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরিতে সহায়তা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণে এএসআইসির সহযোগিতা প্রত্যাশা করেন।

এএসআইসিরর কর্মকর্তারা এ বিষয়ে গভীর আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ একটি যৌথ সহযোগিতা কাঠামো গঠনের বিষয়ে সম্মত হয় এবং শিগগিরই উভয় পক্ষ তাদের নিজ নিজ ফোকাল পয়েন্ট নির্ধারণ করবে বলেও জানানো হয়।

অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (এএসআইসি) পক্ষে ইন্টারন্যাশনাল সিনিয়র এক্সিকিউটিভ জেরার্ড ফিটজপ্যাট্রিক, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিনিয়র এক্সিকিউটিভ লিডার বেন কোন-উরবাখ, অ্যালিসা ফ্রেডেরিক, বেলিন্ডা স্যান্ডোনাটো সভায় উপস্থিত ছিলেন।

সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ হাই কমিশনের (ক্যানবেরা) বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা, সাবেক ডিএসই এমডি তারিক ভূঁইয়া, চেয়ার, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফয়েজ দেওয়ান ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস র সহয গ ত

এছাড়াও পড়ুন:

পাঁচ বিমার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানিটির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিমা কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ফনিক্স ইন্স্যুরেন্স।

রবিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

ঢাকা ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ৩ শতাংশ। এদিকে ৬ মাস বা অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ১৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৯৪ টাকায়।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৪৮ টাকা বা ৬৬ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৫৬ টাকা বা ৫১ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৮৯ টাকায়।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ৮৭ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৪৫ টাকা বা ৮৩ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৩৮ টাকায়।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ১০ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ৪ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৮ টাকায়।

ফনিক্স ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৪ টাকা বা ৯৩ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.১৩ টাকায়।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএসইসির জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
  • পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
  • পাঁচ বিমার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
  • পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বাড়ে: আনিসুজ্জামান
  • সূচকে বড় উত্থান, হাজার কোটির ঘরে লেনদেন