ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে মিলান রত্নায়েকের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরলেন তিনি। তার বিদায়ে শান্তর সঙ্গে ভাঙল ৬৮ রানের জুটি। ক্রিজে শান্তর সঙ্গী মুশফিকুর। ৪৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩২। মুশফিক ৪ ও নাজমুল ৩৩ রানে অপরাজিত।
সাদমানের ফিফটি, একশ ছাড়াল বাংলাদেশের লিড: দুই উইকেট হারিয়ে সাদমান-শান্তর ব্যাটে ইতিবাচক খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি তুলে ফেললেন সাদমান। বাংলাদেশের ইনিংস শতরান ছাড়ানোর পর লিডও একশ ছাড়িয়ে গেছে। ৩৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১১২। সাদমান ৬৮ ও নাজমুল ২৫ রানে অপরাজিত। তৃতীয় উইকেটে সাদমান ও নাজমুল অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি গড়েছেন।
ব্যর্থ হলেন বিজয়-মুমিনুল: গল টেস্টে নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৮৫ রান করেছে। প্রথম ইনিংস থেকে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টপ অর্ডারের দুই ব্যাটার এনামুল হক বিজয় ও মুমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে সফরকারীরা। সাদমান ইসলাম ৪৪ রান করেছেন। তার সঙ্গী অধিনায়ক নাজমুল শান্ত।
কামিন্দুর সেঞ্চুরি মিস, নাঈমের ফাইফার: চতুর্থ দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস আউট হন। পরে কামিন্দু মেন্ডিস সেঞ্চুরির আশা দিয়ে ৮৭ রানে আউট হন। বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান ৫ উইকেট তুলে নেন। লাঞ্চের পরে লঙ্কানরা ২০ রানে ৪ উইকেট হারায় যার তিনটিই নিয়েছেন নাঈম।
নিশাঙ্কার ডাবলের স্বপ্ন ভঙ্গ: লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির স্বপ্ন ভেঙেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তৃতীয় দিনের শেষ বেলায় ২৫৬ বলে ১৮৭ রান করে বোল্ড হন তিনি। ২৩ চার ও এক ছক্কায় ইনিংস সাজান। ১১৯ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি।
শান্ত-মুশফিকের সেঞ্চুরি: গল টেস্টের প্রথম মুশফিক ৩৫০ বল খেলে ১৬৩ রান করেন। শান্ত ১৪৮ রান করে ফিরে যান। সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয় লিটন দাসকে (৯০)। প্রথম ইনিংসে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ৪টি এবং মিলান রত্নায়েকে ৩ উইকেট নেন। স্পিনার থারিন্দু রত্নায়েনে নেন ৩ উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দম ন র ন কর উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন