‘জলবায়ু-অভিযোজিত কৃষির উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই’
Published: 20th, June 2025 GMT
জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিপ্রধান বাংলাদেশের প্রান্তিক কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এক্ষেত্রে সরকারের সাথে বেসরকারি সংস্থাসমূহের কার্যকর সহযোগিতার মাধ্যমে টেকসই জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। যত ভালো কৃষিপণ্য বা প্রযুক্তি হোক না কেন, সমন্বিত উপায়ে সেগুলোর ফলাফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
‘ব্র্যাক অ্যাডাপটেশন ক্লিনিক এবং দীর্ঘমেয়াদী কৃষি-পরামর্শমূলক পরিসেবার জন্য ACASA পোর্টালের সুবিধা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব উল্লেখ করেন সরকারের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের বিশেষজ্ঞরা।
ব্র্যাক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও আকাসা প্রকল্পের যৌথ উদ্যোগে কর্মশালাটি গত ১৮-১৯ জুন রাজেন্দ্রপুরের বিসিডিএমমে অনুষ্ঠিত হয়।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যার একটি বিশাল অংশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। কৃষকরা প্রতিনিয়ত ফসলের উৎপাদনশীলতা হ্রাস, মাটির গুণগত মান কমে যাওয়া এবং খাদ্য নিরাপত্তা সংকটের সম্মুখীন হচ্ছেন। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানসমূহ যেমন DAE, BARC, BARI, BRRI, বাংলাদেশ ব্যাংক, ইত্যাদি এবং ব্র্যাক-এর মতো বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতার মাধ্যমে টেকসই জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (কম্পিউটার ও জিআইএস) এবং ACASA প্রকল্পের পি-আই হাসান মো.
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি, নগর উন্নয়ন কর্মসূচি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী, ফিল্ড সার্ভিস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও সমন্বয়) ড. আব্দুল আজিজ এবং অতিরিক্ত পরিচালক (অর্থকরী ফসল), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মো. মনিরুল ইসলাম।
ব্র্যাক অ্যাডাপটেশন ক্লিনিক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমেদ কোরেশী।
ব্র্যাক অ্যাডাপটেশন ক্লিনিক একটি সমন্বিত কৃষিসেবা কেন্দ্র-যা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা কৃষকদের জলবায়ু সহনশীল ফসলের জাত, চাষপদ্ধতি, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রদান এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষিতে টেকসই অভিযোজনে সহায়ক ভূমিকা পালন করে। ২০২২ সাল থেকে ব্র্যাকের ১৯টি অ্যাডাপটেশন ক্লিনিক কাজ করছে জলবায়ু হটস্পটগুলোতে। ব্র্যাক অ্যাডাপটেশন ক্লিনিক ACASA পোর্টাল ও খামারি মোবাইল অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে কৃষকদের সময়োপযোগী এবং নির্ভরযোগ্য কৃষি-সংক্রান্ত তথ্য সরবরাহ করবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) ২০২৩ সাল থেকে “Atlas of Climate Adaptation in South Asian Agriculture (ACASA)” প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়াজুড়ে জলবায়ু-স্মার্ট কৃষি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য স্থানভিত্তিক তথ্য সরবরাহ করা। এটি জলবায়ু সংক্রান্ত ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা এবং কৃষি খাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ফসল ও পশুপালন খাতের ওপর প্রভাব বিশ্লেষণের মাধ্যমে অভিযোজন চাহিদা চিহ্নিত করতে সহায়তা করে।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক উন স ল সরক র জলব য় সমন ব জলব য
এছাড়াও পড়ুন:
চবির প্রক্টর পদে রদবদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
অন্যদিকে, সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরো পড়ুন:
রাবি শিক্ষকদের ওপর হামলায় চবি শিক্ষক সমাজের নিন্দা
চাকসু: ছাত্র অধিকার ও ইসলামী ছাত্র মজলিসের যৌথ প্যানেল ঘোষণা
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ ১ বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের বর্তমান পরিচালক উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২২ সেপ্টেম্বর থেকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে চবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে আগামী ২৩ সেপ্টেম্বর হতে পরবর্তী ২ বছরের জন্য গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ করা হলো।
দুই বিজ্ঞপ্তির বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
ঢাকা/মিজান/মেহেদী