দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
চঞ্চল মাহমুদের স্ত্রী রায়না মাহমুদ স্বামীর মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘ দিন হৃদ্রোগে আক্রান্ত ছিলেন।
শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে চঞ্চল মাহমুদের মরদেহ রাখা হবে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চঞ্চল মাহমুদের ফটোগ্রাফি শুরু হয় আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগের হাত ধরে। বাংলাদেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির ধারক ছিলেন চঞ্চল মাহমুদ। ধানমন্ডিতে অবস্থিত চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি থেকে বহু আলোকচিত্রী তৈরি হয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান