দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডো এখনও পুরোপুরি জমে না উঠলেও এর মধ্যেই এক রেকর্ড গড়া চুক্তি সেরে ফেলেছে লিভারপুল। বহু জল্পনার অবসান ঘটিয়ে বায়ার লেভারকুজেন থেকে অলরেডদের শিবিরে পাড়ি জমিয়েছেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ।

ক্লাবের ওয়েবসাইটে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইংলিশ জায়ান্টরা। ২২ বছর বয়সী ভির্টজকে দলে নিতে ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থ খরচ করেছে লিভারপুল। সংবাদমাধ্যমগুলোর দাবি, এই ট্রান্সফারের মোট মূল্য ১১ কোটি ৬০ লাখ পাউন্ড। এর মধ্যে শুরুতেই দেওয়া হবে ১০ কোটি পাউন্ড, বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড দেওয়া হবে নির্ধারিত শর্ত পূরণ হলেই।

এ পর্যন্ত লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। ২০১৭ সালে তিনি এসেছিলেন সাড়ে সাত কোটি পাউন্ডে। ভির্টজের আগমনে এবার নতুন করে রেকর্ড লিখল অলরেডরা।

এই চুক্তি সফলভাবে সম্পন্ন হলে ভির্টজ হবেন ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন। এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার ফির মালিক চেলসির এনজো ফার্নান্দেজ (১০ কোটি ৭০ লাখ পাউন্ড)। একইসঙ্গে ভির্টজ হলেন পঞ্চম খেলোয়াড়, যাকে কিনতে ১০ কোটির বেশি খরচ করেছে কোনো ইংলিশ ক্লাব। তার আগে এই তালিকায় আছেন ফার্নান্দেজ, মোইসেস কাইসেদো, ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ।

ভির্টজের সঙ্গে লিভারপুলের চুক্তির সময়কাল নিয়ে ক্লাবটি কিছু না জানালেও বিবিসি ও ইএসপিএন জানিয়েছে, পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই মিডফিল্ডার। যদিও লেভারকুজেনের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল আরও দুই বছর। বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবও তাকে পেতে আগ্রহী ছিল। তবে চলতি মাসের মাঝামাঝি থেকেই আলোচনায় এগিয়ে ছিল লিভারপুল। 

চুক্তির পর ভির্টজ জানান, ‘আমি প্রতিবছর সব ট্রফি জিততে চাই। লক্ষ্য প্রিমিয়ার লিগ পুনরুদ্ধার এবং চ্যাম্পিয়নস লিগে যতদূর সম্ভব যাওয়া। উচ্চাকাঙ্ক্ষা নিয়েই আমি এসেছি এখানে, তবে তার আগে আমাদের নিজেদের কাজটা ভালোভাবে করতে হবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প উন ড

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ