গলে শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

গলে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার নাজমুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।

লিটনের পর ফিরলেন জাকেরও

লিটনের আউটের ধাক্কা না সামলে উঠতেই মাঠ ছাড়লেন জাকের আলী। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সাজঘরে। ৭ বলে তিনি করলেন ২ রান।  নতুন ব্যাটসম্যান নাঈম হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ৯৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টির পর খেলা শুরু হতেই বোল্ড লিটন

বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন লিটন। মাত্র ৫ বল খেলে ৩ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলী। নাজমুল ৯০ রানে অপরাজিত। ৭৭ ওভার শেষে বাংলাদেশের রান ২৪১। লিড ২৫১ রানের।

এর আগে গল টেস্টের পঞ্চম দিন ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। ফিফটি থেকে এক রান দূরে থাকতেই রান আউট হয়ে ফেরেন তিনি। তার আউটে ভাঙে ১০৯ রানের জুটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

গণঅভ্যুত্থান দিবস: ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

দায়বদ্ধতা থেকে সাজিদের ভিসেরা রিপোর্ট দ্রুত নেওয়ার চেষ্টা করেছি: এআইজি আশরাফ

ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পুরে ভুক্তভোগীর মা অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ