শান্তর সেঞ্চুরিতে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
Published: 21st, June 2025 GMT
গলে শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি
গলে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার নাজমুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।
লিটনের পর ফিরলেন জাকেরও
লিটনের আউটের ধাক্কা না সামলে উঠতেই মাঠ ছাড়লেন জাকের আলী। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সাজঘরে। ৭ বলে তিনি করলেন ২ রান। নতুন ব্যাটসম্যান নাঈম হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ৯৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির পর খেলা শুরু হতেই বোল্ড লিটন
বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন লিটন। মাত্র ৫ বল খেলে ৩ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলী। নাজমুল ৯০ রানে অপরাজিত। ৭৭ ওভার শেষে বাংলাদেশের রান ২৪১। লিড ২৫১ রানের।
এর আগে গল টেস্টের পঞ্চম দিন ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। ফিফটি থেকে এক রান দূরে থাকতেই রান আউট হয়ে ফেরেন তিনি। তার আউটে ভাঙে ১০৯ রানের জুটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন