বরেণ্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

আজ (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা জানান তার দীর্ঘ দিনের সহকর্মী, পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। 

তারা বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎদের একজন। ফটোগ্রাফিকে ঘিরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে।

জোহরের পর চঞ্চল মাহমুদের শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর খ্যাতিমান এ মানুষটিকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

খ্যাতিমান ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ। শোবিজে মডেলিং ক্যারিয়ার শুরু করতে আসা অনেকের  ফটোসেশন হয়েছে তার হাত ধরেই। অনেকেই তার হাতের তোলা ছবি বিজ্ঞাপনী সংস্থায় জমা দিয়ে হয়ে গেছেন মডেল, অভিনেতা-অভিনেত্রী। এ তালিকায় আছেন- অমর নায়ক সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি থেকে শুরু করে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, সুইটি, বিপাশা হায়াত, আফসানা মিমিসহ অসংখ্য অভিনেতা ও মডেল। শুধু ছবি তুলেই নয়, চঞ্চল অনেকের জন্য সুপারিশ করেছেন শোবিজের নানামুখী কাজ পাওয়ার জন্য। সেই সুপারিশে অনেকে কাজ পেয়েছেন, অনেকেরই ভাগ্য বদলেছে। পেয়েছেন খ্যাতি-অর্থ ও প্রতিষ্ঠা।

অথচ এই রঙিন জীবনের আড়ালে থাকা মানুষটি পৃথিবী থেকে বিদায় নিলেন দীর্ঘদিন রোগে ভুগে, অনেকটা অবহেলায়। প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ