ভারত ইসলামাবাদের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি আর কখনোই পুনর্বহাল করবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এ কথা জানান। গতকাল দেশটির টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, পাকিস্তানে প্রবাহিত হওয়া পানি এখন দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য মোড় ঘুরিয়ে দেওয়া হবে।

১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত ও পাকিস্তান উভয় দেশ সিন্ধু নদীব্যবস্থার পানি ব্যবহারের নির্দিষ্ট অধিকার পেয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি ওই চুক্তি ‘স্থগিত’ করে। ভারত ওই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেয়। পাকিস্তান অবশ্য এতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তিনটি নদীর প্রবাহ ভারতের দিক থেকেই আসে এবং চুক্তিটি দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে পানির নিশ্চয়তা দিত। তবে সাম্প্রতিক সংঘর্ষের পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে পৌঁছালেও চুক্তিটি এখনো অচলাবস্থায় রয়েছে।

সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘না, এটা আর কখনোই পুনর্বহাল করা হবে না। পাকিস্তানে যেসব পানি যাচ্ছিল, তা আমরা এখন রাজস্থানে নিতে একটি খাল নির্মাণ করব। পাকিস্তান সেই পানির সুবিধা থেকে বঞ্চিত হবে, এত দিন তারা অন্যায়ভাবে পাচ্ছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে অমিত শাহর এই বক্তব্য পাকিস্তানের সঙ্গে চুক্তি পুনর্বহালের সম্ভাবনা আরও ক্ষীণ করে দিয়েছে।
এর আগে গত মাসে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভারত একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য না করলেও আগে তারা জানিয়েছে, সিন্ধু চুক্তিতে কোনো পক্ষের একতরফা সরে আসার সুযোগ নেই এবং পানিপ্রবাহ বন্ধকে তারা ‘যুদ্ধ ঘোষণার সমান’ হিসেবে বিবেচনা করবে।

ইসলামাবাদ এখন আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল

লিভারপুল ১-০ রিয়াল মাদ্রিদ

কিছু খেলোয়াড়ের জন্মই হয় বড় মঞ্চের জন্য। থিবো কোর্তোয়া কোন কাতারে পড়েন তা অনেকেরই জানা। বিশেষ করে লিভারপুল সমর্থকদের। তিন বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এত দ্রুত ভোলার কথা নয়।

সেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ লেখা ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড বেলজিয়ান এই গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলকে এনে দেয় ১-০ গোলের জয়।

গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।

৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।

প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।

রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।

বিস্তারিত আসছে…।

সম্পর্কিত নিবন্ধ