বিএনপির ইউনিয়ন সদস্যসচিবকে মারধরের অভিযোগ আহ্বায়কের বিরুদ্ধে
Published: 22nd, June 2025 GMT
বরগুনার বেতাগীতে কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে আহ্বায়ক স্বদেশ কুমার রায় সুব্রত ও তার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে কুমড়াখালী বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, প্রভাষক মিজানুর রহমান তার ব্যবসাপ্রতিষ্ঠান অয়ন মেডিসিন কর্নারে অবস্থানকালে তাকে পেটানো হয়। অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপি নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার ওয়ার্ড বিএনপির সম্মেলনের কথা রয়েছে। এ জন্য কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি শুক্রবার প্রস্তুতিমুলক সভা করে। সদস্যসচিব মিজানুরসহ একাধিক নেতা-কর্মী আহ্বায়ক স্বদেশের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। এতে দলের ভাবমূর্তি ও সুনাম নষ্টের অভিযোগ করা হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিজানুরের ওপর হামলা করা হয়।
এ প্রসঙ্গে মিজানুর জানান, আগামী কাউন্সিলে তিনি সভাপতি প্রার্থী। এ জন্য সুব্রত ও তার লোকজন হামলা চালিয়েছে। এ সময় স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করেছে। সুব্রতকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি করেন মিজানুর।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে স্বদেশ কুমার রায় সুব্রত বলেন, ‘একটি অপহরণের ঘটনা নিয়ে বৈঠককালে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সদস্যসচিবের সঙ্গে হাতাহাতিতে তার জামা ছিঁড়ে যায়। ঘনাটি তেমন গুরুতর নয়।’
বেতাগী থানার ওসি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: বরগ ন ব এনপ সদস যসচ ব ব এনপ
এছাড়াও পড়ুন:
বন্দরে রিমান্ড শেষে ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে আদালতে প্রেরণ
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ধৃত জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হানিফ কবির (৩৭)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত রোববার (১৬ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয।
এর আগে গত রোববার (৯ নভেম্বর) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা হানিফ কবির বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত রফিক সরদারের ছেলে।
জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।
পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।
পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে।