ইরানে হামলার পরিকল্পনা গোপন রাখতে ট্রাম্প ‘দুই সপ্তাহের’ ঘোষণা দিতে নির্দেশ দিয়েছিলেন
Published: 23rd, June 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন ধরেই ইরানে সামরিক অভিযান চালানোর বিষয়ে ভাবছিলেন। তিনি তখন তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টাদের একটি নির্দেশ দিয়েছিলেন। সেটি হলো, তাঁরা যেন সংবাদমাধ্যমকে বলে দেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন। হামলার বিষয়ে নিজের প্রকৃত পরিকল্পনাকে আড়াল করার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট এ পথ অবলম্বন করেন। ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র বলেছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবর নিয়ে ট্রাম্প হতাশ ছিলেন। কারণ, গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল, তিনি ইতিমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ট্রাম্প তখন ভাবেন যে ‘দুই সপ্তাহ’ সময়সীমার কথা বললে ইরানিরা বিভ্রান্ত হবেন এবং তাঁর পরিকল্পনা গোপন থাকবে।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সম্পৃক্ততার বিরোধিতা করে আসছিলেন। গত বৃহস্পতিবার ব্যাননের সঙ্গে মধ্যাহ্নভোজের প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্প এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ঢুকে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী ঘোষণা দেন, ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিশ্বাস, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট কয়েক দিন ধরেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। যদিও গত শনিবার বোমারু বিমানগুলো আকাশে ওড়ার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। তার আগেই হামলার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছিল, তিনি প্রতিদিনই তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন, পাশাপাশি দিনে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।
ধৃতকে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।
পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় ।