লক্ষ্মীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল ও নুর করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে ছয় সদস্যের ডাকাতদল একটি বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে। সেই সময় বাড়ির কর্তাকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন:

কুড়িগ্রামে আ.

লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী কারাগারে 

জনবান্ধব হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত)) ঝলক মোহন্ত বলেন, ‘‘সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’’

ঢাকা/লিটন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার  প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ