চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ কমিটি অনুমোদন করেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেনকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নিশ্চিত করেছেন।
পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জিয়াউর রহমানকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির, রিফাত হোসেন, দিদার হোসেন, জহিরুল ইসলাম টম, হারুনুর রশিদ প্রমুখের নাম রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’
নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।
এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর