মোংলায় পশুর নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজ ডুবি
Published: 27th, June 2025 GMT
মোংলা বন্দরের পশুর নদীর চরে দুর্ঘটনার কবলে পড়ে এমভি মিজান-০১ নামে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত এমভি মিজান-০১ ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটের উদ্দেশে যাচ্ছিল। যাত্রাবিরতির সময় মোংলা বন্দরে নোঙর করা অবস্থায় অপর লাইটার কার্গো জাহাজ এমভি কে আলম গুলশান-০২ এসে ধাক্কা দিলে এমভি মিজান-০১ জাহাজটির অর্ধেকের বেশি অংশ নদীতে ডুবে যায়।
এমভি মিজান-০১ এর চালক মো.
তিনি জানান, জাহাজটিতে থাকা ১০ জন স্টাফের সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘‘কার্গো জাহাজ এমভি মিজান-০১, অপর একটি জাহাজ এমভি কে আলম গুলশান-০২ এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে যায়। তবে এতে করে বন্দরের মূল চ্যানেলে কোনো ধরনের প্রভাব পড়েনি। সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।’’
ঢাকা/শহিদুল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো