মোংলা বন্দরের পশুর নদীর চরে দুর্ঘটনার কবলে পড়ে এমভি মিজান-০১ নামে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। 

শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত এমভি মিজান-০১ ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটের উদ্দেশে যাচ্ছিল। যাত্রাবিরতির সময় মোংলা বন্দরে নোঙর করা অবস্থায় অপর লাইটার কার্গো জাহাজ এমভি কে আলম গুলশান-০২ এসে ধাক্কা দিলে এমভি মিজান-০১ জাহাজটির অর্ধেকের বেশি অংশ নদীতে ডুবে যায়।

এমভি মিজান-০১ এর চালক মো.

শওকত শেখ বলেন, ‘‘আমাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। হঠাৎ করেই একটি লাইটার কার্গো এসে আমাদের জাহাজের উপর ধাক্কা দেয়। এতে আমাদের জাহাজের পাশ ও তলা ফেটে যায় এবং সামনের অংশ দ্রুত ডুবে যায়।’’ 

তিনি জানান, জাহাজটিতে থাকা ১০ জন স্টাফের সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন,  ‘‘কার্গো জাহাজ এমভি মিজান-০১, অপর একটি জাহাজ এমভি কে আলম গুলশান-০২ এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে যায়। তবে এতে করে বন্দরের মূল চ্যানেলে কোনো ধরনের প্রভাব পড়েনি। সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/শহিদুল/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার   (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা  এলাকায়  অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ