এক্স সিরামিকস গ্রুপ পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড
Published: 27th, June 2025 GMT
বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে এক্স সিরামিকস গ্রুপ। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্পব্যবস্থাপনার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তিসাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্প খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রত্যেক শ্রমিক, প্রকৌশলী এবং নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব শ
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম বলেন, “দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো ট্রাকটি। পথে মৌসুমি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দুজনের লাশ পেয়েছি। নিহতদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা/মাসুম/এস