বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে এক্স সিরামিকস গ্রুপ। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্পব্যবস্থাপনার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তিসাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্প খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রত্যেক শ্রমিক, প্রকৌশলী এবং নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার   (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা  এলাকায়  অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ