মৃত্যুর তিন দিন আগে বাসারকে কী বলেছিলেন মনু মিয়া
Published: 28th, June 2025 GMT
একজন মানুষ, যিনি জীবনের অর্ধশত বছর ব্যয় করেছেন অন্যের ‘শেষ ঠিকানার’ মাটি তৈরি করতে। তিনি নিজেও এবার পাড়ি দিলেন সেই অজানা ঠিকানায়। কিশোরগঞ্জের ইটনার সেই মানুষটির নাম মনু মিয়া। বয়স হয়েছিল ৬৭ বছর।
বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন, কেবলই মানবতার টানে। তিন হাজারেরও বেশি কবর খুঁড়েছেন। কোনো টাকা না নিয়ে। তাই আশপাশের গ্রামে তাকে সবাই জানতেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।
গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনু মিয়া। তাকে ঢাকায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সে সময় হাসপাতালে তার পাশে ছায়ার মতো ছিলেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। শুধু পাশে ছিলেন না, মনু মিয়ার জন্য ছুটে গিয়েছিলেন হাসপাতালেও।
শনিবার (২৮ জুন) সকালে ফেসবুকে মনু মিয়ার সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে আবেগভরা স্মৃতিচারণ করেন খায়রুল বাসার। লিখেছেন, ‘মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এতদিন তিনি ঢাকায় ছিলেন। ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন, আগের চেয়ে বেশ সুস্থ আছেন। ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন।সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে সাড়া দিতে চেয়েছিলেন, সেই দোয়াও চাইতেন।’
তিনি আরো লিখেছেন, ‘উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে ওনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন।’
মনু মিয়ার জীবনের আরেকটি বড় গল্প ছিল তার সেই প্রিয় ঘোড়া, যা কিনেছিলেন নিজের জমি বিক্রি করে। কবর খুঁড়তে দ্রুত ছুটে যেতে হলে তো যন্ত্রপাতি আর নিজেকে নিয়েই ছোটেন, আর তাতে সবচেয়ে ভরসা ছিল ঘোড়াটি। অথচ ঠিক যখন মনু মিয়া ঢাকায় হাসপাতালে, ঠিক তখনই কেউ বা কারা হত্যা করে তার সেই বিশ্বস্ত সঙ্গীকে। খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর তা চোখে পড়ে অভিনেতা খায়রুল বাসারের।
বাসার তখন ঘোষণা দেন, তিনি মনু মিয়াকে একটি নতুন ঘোড়া কিনে দেবেন। কিন্তু মনু মিয়া তার কাছে ঘোড়া চাননি-চেয়েছিলেন শুধু দোয়া। বলেছিলেন, ‘আমার জন্য দোয়া কইরেন বাবা, আল্লাহ যেন ভালো কইরা বাড়ি ফিরাই।’
সেই দোয়া কবুল হয়েছিল—তিন দিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি। আর এবার চিরদিনের জন্য ফিরে গেলেন আরো এক ঠিকানায়-যার জন্য তিনি এত বছর অন্যদের পথ করে দিয়েছেন।
ঢাকা/রাহাত/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য আল ল হ
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫