পাটগ্রাম থানায় ‘বিএনপির নেতা–কর্মীদের’ হামলা-ভাঙচুর, আসামি ছিনতাই
Published: 3rd, July 2025 GMT
পাথরমহালের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
পুলিশ বলছে, হামলাকারীরা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করেন। হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের আটজন আহত হয়েছেন। এর মধ্যে এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে বিএনপির নেতারা বলছেন, এ ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন সংবাদ সম্মেলন করে এ ঘটনায় পুলিশকে দায়ী করেছেন।
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে রংপুর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেছেন, থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভ্রাম্যমাণ আদালতে কী ঘটেছিল
পাটগ্রাম উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীর নয়টি পাথরমহাল থেকে পাথর উত্তোলনের ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। ইজারা নেন জেলা বিএনপির সদস্য ও পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাদশা জাহাঙ্গীর মোস্তাজির এবং পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন। ইজারার শর্ত অনুযায়ী সম্পূর্ণ ম্যানুয়াল, অযান্ত্রিক ও সনাতন পদ্ধতিতে বালুমিশ্রিত পাথর উত্তোলন করতে হবে। কোনোভাবেই এক্সকাভেটর (খননযন্ত্র), ড্রিল ড্রেজার কিংবা বোমা মেশিন ব্যবহার করা যাবে না।
তবে ইজারাদারের লোকজন সেই শর্ত মানছেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের। ইজারাদারের লোকজন নির্ধারিত স্থানের বাইরে বালু-পাথরের গাড়ি থামিয়ে রয়্যালটির নামে চাঁদা আদায় করছিলেন। অভিযোগ পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার সরেও বাজারে লালমনিরহাট-পাটগ্রাম সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার। এ সময় চাঁদা আদায়ের রসিদসহ ইজারাদারের দুই কর্মচারী সোহেল রানা ও বেলাল হোসেনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ড পাওয়া দুজনকে থানায় আনলে হামলার ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই দুজনকে থানায় নিয়ে আসার পরপরই ২০০ থেকে ২৫০ জন মানুষ থানায় হামলা চালান। থানার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। এ সময় বেশ কয়েকটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে পুলিশের ভ্যান ভাঙচুর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা। এতে আমিসহ পুলিশের ৮ জন আহত হয়েছেন।’ তিনি বলেন, আহত এসআই সাখাওয়াত হোসেনে ও মশিউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইজারাদার
তবে ইজারাদার মাহমুদ হোসেন আজ দুপুরে সংবাদ সম্মেলন করে উল্টো পুলিশের ওপর ঘটনার দায় চাপিয়েছেন। তিনি দাবি করেন, ‘আমরা বৈধভাবে পাথর কোয়ারি ইজরা নিয়েছি। পাটগ্রাম থানার ওসি মিজানুর তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ওসির নেতৃত্বে তাঁদের দুই কর্মচারীকে তুলে নিয়ে আসেন। এরপর থানায় খোঁজ নিতে এলে ওসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওসির সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁরা আমাদের ওপর রাবার বুলেট ও লাঠিপেটা করেন। তাঁরা আমাদের ১৬ জন কর্মীকে লাঠিপেটা করে হাসপাতালে পাঠিয়েছেন।’ তবে টাকা দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ওসি মিজানুর রহমান।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। ইজারাদার বৈধভাবে নয়টি পাথরমহালের ইজারা পেয়েছেন। সেই অনুযায়ী লোকজন দিয়ে পাথর ও বালু উত্তোলন করছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কোনো বিষয়ে হয়তো তাঁদের দ্বিমত হয়। গতকাল ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় দুজনকে ধরে এনে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের জেল দেয়। পরে লোকজন থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ অতর্কিতভাবে লোকজনের ওপর চড়াও হয়।
এদিকে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার আজ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, উপজেলার নয়টি নির্দিষ্ট স্থানে পাথরমহালের ইজারা দিয়েছে সরকার। সুনির্দিষ্ট স্থানের বাইরে কোনো ধরনের পাথর উত্তোলন করা যাবে না। এখানে বাইরে ট্রাক নিয়ে বা বাইরে থেকে চাঁদা তোলা, রসিদ দেওয়া, ব্যানার টাঙানো—এসবের সঙ্গে পাথরমহালের কোনো সম্পর্ক নেই। তারা যা করছে, সেটা সম্পূর্ণ বেআইনি।
বিজিবি মোতায়েন
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টা পর্যন্ত থানায় হামলা ও ভাঙচুর চলে। রাত ১২টার পর থেকে থানার সামনে বিজিবি মোতায়েন করা হয়। আজ সকাল ৯টার দিকে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন, পুলিশ সুপার তরিকুল ইসলাম থানা পরিদর্শন করেন। হামলার পর গতকাল রাত থেকে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিকেলে ডিআইজি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছেন। রাত বেশি হওয়ায় আসামিদের থানায় নেওয়া হয়েছিল। তাঁরা থানায় আক্রমণ করে একধরনের চ্যালেঞ্জ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যাঁদের নাম পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে মামলা হবে। হামলাকারীরা কোনো রাজনৈতিক দলের কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা হামলাকারীদের দুষ্কৃতকারী হিসেবে দেখছি। পুলিশ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল ক ইজ র দ র র র রহম ন ল ইসল ম ব এনপ র গতক ল ড আইজ দ জনক উপজ ল ল কজন র ঘটন
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষানীতির প্রশংসায় রাশিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। গতকাল রোববার ক্রেমলিন থেকে বলা হয়, এটি মূলত রাশিয়ার নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মস্কো এই প্রথম শীতল যুদ্ধ সময়ের প্রবল প্রতিপক্ষের কোনো জাতীয় প্রতিরক্ষা কৌশলের এত প্রশংসা করল।
যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশলে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে ‘নমনীয় বাস্তববাদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
এ ছাড়া সেখানে যুক্তরাষ্ট্রকে ১৯ শতকের ‘মনরো ডকট্রিন’ বা মনরো নীতি পুনর্জীবিত করার পরামর্শ দেওয়া হয়েছে, ওই নীতিতে পশ্চিম গোলার্ধকে ওয়াশিংটনের প্রভাবক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল।
অর্থাৎ পশ্চিম গোলার্ধ (উত্তর ও দক্ষিণ আমেরিকা) যুক্তরাষ্ট্রের প্রভাববলয়ে থাকবে এবং ইউরোপীয় শক্তি সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না।
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে সতর্ক করে বলা হয়েছে, ইউরোপ ‘সভ্যতার উচ্ছেদ’–এর মুখে রয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্রের ‘মূল স্বার্থের’ একটি এবং ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যে সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি, তা অনেকভাবে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যাচ্ছে।’
মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বৈশ্বিক রাজনীতির মূল ভিত্তি সম্পর্কে এমন প্রকাশ্য ও পূর্ণাঙ্গ মতৈক্য বিরল।
তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে পারমাণবিক অস্ত্র রাশিয়ায় ফেরত আনার বিষয়ে এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুদেশ ঘনিষ্ঠভাবে পরস্পরকে সহযোগিতা করেছিল।
ওয়াশিংটন ও মস্কো উভয়ের নজর চীনের দিকেরাশিয়ার ২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণ এবং ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে যুক্তরাষ্ট্রের নীতিতে মস্কোকে এক আগ্রাসন বা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা যুদ্ধের মাধ্যমে শীতল যুদ্ধ–পরবর্তী বিশ্বব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
কিন্তু এবার রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা না করে বরং মস্কোর সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা–সংক্রান্ত সহযোগিতার আহ্বান একটি ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন পেসকভ।
ট্রাম্পের জাতীয় প্রতিরক্ষা কৌশলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংঘর্ষের মূল ক্ষেত্রগুলোর একটি’ বলে উল্লেখ করা হয়েছে। নীতিতে বলা হয়েছে, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধি করা হবে।
আরও পড়ুনমস্কো–ওয়াশিংটনের হটলাইন এখন আর চালু নেই: ক্রেমলিন২০ নভেম্বর ২০২৪ইউক্রেনে যুদ্ধের জেরে পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো এশিয়া, বিশেষ করে চীনের দিকে মনোযোগ দিয়েছে। আর ইউরোপ রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিজেদের নির্ভরশীলতা কমানোর চেষ্টা করেছে।
গত মার্চে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি নিজে, একজন ইতিহাসের শিক্ষার্থী হিসেবে, যা কিছু দেখেছি—প্রথমেই আমাদের যা শেখানো হয়, তা হলো রাশিয়া ও চীন একত্র হোক, এটা আপনি চাইতে পারেন না।’
আরও পড়ুনট্রাম্প আসলে ইউরোপের পিঠে ছুরি মেরেছেন২৮ নভেম্বর ২০২৫