গোয়াইনঘাটে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৬
Published: 6th, July 2025 GMT
সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দেশিয় অস্ত্র ও দুটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে। আজ রোববার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার লেংগুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ারা হলেন- ইকবাল হোসেন ইমন (২১), কুদরত উল্ল্যা (৪৩), তোফায়েল আহমেদ (২৬), বদর উদ্দিন (৪৫), রহিম উদ্দিন (৪৫) ও সুলেমান (৩০)।
জানা গেছে, ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড আটকে আজমল হোসেনের ( ২৬) নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি করতো। এ নিয়ে ইজারাদারের সঙ্গে দফায় দফায় আজমল গংদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাধিক বাল্কহেড ১৫ দিন ধরে আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাল্কহেড উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ৬ জনকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌ-পথে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অভ য ন আটক গ য় ইনঘ ট
এছাড়াও পড়ুন:
সমালোচনা ভুলে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হাঁটুর বয়েসি নায়িকা শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করতে দেখা গিয়েছে তাকে। তারও আগে ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন এই তারকা অভিনেতা। এবার ৩৮ বছরের ছোট এক নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন চিরঞ্জীবী।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা নির্মাণ করবেন পরিচালক ববি কলি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা মোহনান। সবকিছু ঠিক থাকলে ৩২ বছর বয়সি মালবিকা ৭০ বছরের চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করবেন। তাদের মাঝে বয়সের ব্যবধান ৩৮ বছরের।
আরো পড়ুন:
কানতারা টু: ‘রাজকন্যা কঙ্কাবতী’ রুক্মিণীকে কতটা জানেন?
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
‘মেগা ১৫৮’ সিনেমা প্রযোজনা করবেন কেভিএন প্রোডাকশন। আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু করবেন নির্মাতারা। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
চিরঞ্জীবীর হাতে এখন চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তামিল ভাষার ‘সরদার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালবিকা। তেলেগু ভাষার ‘রাজা সাব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস।
ঢাকা/শান্ত