বিপিএলের দ্বাদশ আসরের জন্য ডিসেম্বর-জানুয়ারিতে সময় নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে পিছিয়ে যেতে পারে এই আয়োজন। আইপিএল ও পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক সূচিতে হতে পারে ফ্র্যাঞ্জাইজি এই ক্রিকেট। এতে তারকাশূন্য আসর হওয়ার শঙ্কা আছে। 

বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম জানান, সময় যেটাই হোক, সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে তাদের। প্রস্তুতিও সম্পন্ন করে রাখতে চান। আগামী সপ্তাহ থেকেই বিপিএলের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনাও শুরু করবেন তারা।

বিপিএল পেছানোর ইঙ্গিত দিয়ে মাহবুব আনাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এমন আলাপ শুনছি। ডিসেম্বরের যত কাছাকাছি আসব বিপিএল শুরুর তারিখ নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি (নির্বাচনের কারণে) আরেকটা সময় থাকতে পারে, সেই স্লটে হতে পারে। মে মাসেও আমরা খালি আছি।’ 

আগামী বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে নতুন একটি ভেন্যু যুক্ত হতে পারে। বিসিবি পরিচালক মাহবুব আনাম বগুড়া, খুলনা, রাজশাহী ও বরিশালের মধ্যে একটি বেছে নেওয়ার কথা বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে আগামী বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএল ভেন্যুর অডিট করার জন্য গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ বিভাগ থেকে পাঠানো হয়েছে। বরিশালের উইকেট প্রস্তুত, আউটফিল্ডের কিছু কাজ চলছে। রাজশাহীর ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ড স ম বর ব প এল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সেনা অভিযানে বেশ কিছু বিস্ফোরক এবং ৩২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বসিলা আর্মি ক্যাম্প এক সংক্ষিপ্ত বার্তায় এই খবর জানায়।

এতে বলা হয়, রাত সোয়া তিনটায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এই কর্মসূচি সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকেরা উপস্থিত থাকতে পারবেন।

সংক্ষিপ্ত বার্তার সঙ্গে সেনাবাহিনী দুটি ছোট ভিডিও পাঠিয়েছে। একটিতে দেখা যায়, তিনজনকে আটক করে গাড়িতে তোলা হয়েছে। অন্য ভিডিওতে উদ্ধারকৃত বিভিন্ন জিনিস সাবধানে গাড়িতে তুলতে দেখা গেছে।

সম্পর্কিত নিবন্ধ