বাঁধের ১৬টি গেট সাড়ে তিন ফুট খুলে দেওয়ার পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এ কারণে শুক্রবার (৮ আগস্ট) রাতে প্রথমবারের মতো ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছে বাঁধের গেটগুলো। ফলে প্রতি সেকেন্ডে কর্ণফুলীতে নদীতে পানি নিষ্কাশন হচ্ছে ৫৮ হাজার কিউসেক। 

এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করার পর বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় পাঁচ দফায় সাড়ে তিন ফুট পর্যন্ত বাঁধের গেট খুলে দেওয়া হয়। এই মৌসুমে হ্রদের পানি সর্বোচ্চ ১০৮.

৮৪ এমএসএল পর্যন্ত রেকর্ড করা হয়। গেট সাড়ে তিন ফুট খোলা রাখার পর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।” 

আরো পড়ুন:

৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে: বাঁধন

দুপুরে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হবে

তিনি বলেন, “গতকাল রাত ১০টায় হ্রদের পানি রেকর্ড করা হয় ১০৮.৫৪ এমএসএল। এর দুই ঘণ্টা আগে রাত ৮টায় গেটগুলো ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট পর্যন্ত খোলা রাখা হয়। আশা করছি, এখন ধীরে ধীরে পানি অফারো কমে আসবে।” পানির স্তর এখনো বিপৎসীমায় রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/শংকর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ