সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
Published: 9th, August 2025 GMT
গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে বন্দর উপজেলা পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) বেলা ৩ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এস এম নাসের (ইনকিলাব), নুরুজ্জামান মোল্লা (মানবজমিন), দ্বীন ইসলাম হীরা (ভোরের কাগজ), আক্তার হোসেন(নাগরিক টিভি), সুমন হাসান(চ্যানেল এস), মনির হোসেন (বাংলাদেশের আলো), আক্তার হোসেন(নওরোজ), সোহেল প্রধান(মুক্ত খবর), সানাউল্লা মুন্সি (প্রাইম টিভি), শাহিন সাকি(মুক্ত খবর), আনোয়ার হোসেন(রুদ্রবার্তা), জহিরুল আলম আবু (বিজয়), আব্দুল কাদের(অপরাধ জগত), শামীম হোসাইন হৃদয় (অগ্রবানী), সালমা আক্তার (স্বদেশ বিচিত্রা), ইব্রাহীম মিয়া(সময়ের কাগজ) ও জহিরুল ইসলাম (আলোর জগত)।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে দৈনিক সময়ের কাগজ পত্রিকার তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘সব ভুলে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে’
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘অতীতে যা হয়েছে, সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদের এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।’’
আরো পড়ুন:
নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘‘সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না।’’
তিনি আরো বলেন, ‘‘জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই একতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি, মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ, তারা নিজের স্বার্থ নয়; দেশকে ভালোবাসে। আমি দলের দুঃসময়ে ছিলাম, এখনো আছি।’’
সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।’’
সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান, আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন প্রমুখ।
ঢাকা/সুজন/বকুল